x 
Empty Product

হায়াতী

User Rating:  / 1
PoorBest 

নাবি জাতের আম। জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে পোক্ত হয়ে কয়েকদিন মাত্র থাকে। আকৃতি গোলাকার। ওজন ৭৫০ থেকে ৯০০ গ্রাম হয়ে থাকে। ত্বকের রং সবুজ।

নাবি জাতের আম। জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে পোক্ত হয়ে কয়েকদিন মাত্র থাকে। আকৃতি গোলাকার। ওজন ৭৫০ থেকে ৯০০ গ্রাম হয়ে থাকে। ত্বকের রং সবুজ।

পাকলে হালকা হলুদ বর্ণ ধারণ করে। খোসা মোটা, সামান্য আঁশ রয়েছে, শাঁস হলুদ, রস রয়েছে, মিষ্টতার পরিমাণ মাঝারি। স্বাদ মন্দ নয়। বাজারে তেমন চাহিদা নেই। এটি রায়পাড়া বাগনের শত শত জাতের মধ্যে একটি। রাজশাহীর শহরতলি বাগানসমূহে, নওহাটা, মোহনপুর থানা এলাকা বাগানগুলোতে স্বলাকারে এতকাল চাষ হয়ে এসেছে। বাজারে চাহিদা না থাকায় বড় আকারের এই আমের গাছগুলো কেটে ফেলা হচ্ছে।

 

 

 

 

 

 

 

 

 

আরও কিছু ছবিঃ

Leave your comments

0
terms and condition.
  • No comments found