কোতওয়ালী দরজা (ভিডিও)
- Published Date
- Written by Super Admin
- Hits: 7884
ঊালিয়াদীঘি ডানে রেখে সোজা উত্তর পশ্চিমে ভারত সীমানার মধ্যে অবস্থিত কোতওয়ালী দরজা।এই সীমান্তের জিরো লাইন থেকে দেখা যায়। এটি গৌড়ের দক্ষিণ পূর্ব সিংহ দ্বারও বলা হয়ে থাকে।
ঊালিয়াদীঘি ডানে রেখে সোজা উত্তর পশ্চিমে ভারত সীমানার মধ্যে অবস্থিত কোতওয়ালী দরজা।এই সীমান্তের জিরো লাইন থেকে দেখা যায়। এটি গৌড়ের দক্ষিণ পূর্ব সিংহ দ্বারও বলা হয়ে থাকে।
প্রাচীন গৌড়ের উপনগরী (বাংলাদেশ অংশ) হতে মূল রাজধানীতে অনুপ্রবেশের একটি মাত্র মূল ফটক। সুলতানী আমলে পুলিশ প্রধান এখানে মোতায়েন থাকতেন মতান্তে এখানে বড় মাপের পুলিশ ষ্টেশন ছিল। এটির ৩০ ফুট উঁচু ও ১৬ ফুট ৯ইঞ্চি প্রশস্ত একটি খিলান পথ ছিল। ফটকটির পূর্ব ও পশ্চিমে শত্রুর উপর কামনের গোলা ফেলার জন্য বেশ কিছু ছিদ্র ছিল। কোতওয়ালী দরজার মধ্যবর্তী রাস্তা ১৭ ফুট ৪ ইঞ্চি। বর্তমানে খিলান ভেঙ্গে পড়েছে। এটি সম্পূর্ণরুপে গৌড়য়া ইটের তৈরী।
জেনারেল ক্যানিং হ্যামের মতে নগর রক্ষা দƒূর্গের ফটকগুলোর স্তাপত্য রীতির চেয়ে এ ফটকপির স্তাপত্য রীতির অনের পূর্বের। ভিতরে ও বাইওে প্রতিটি মম্মূখভাগে ৬ ফুট ব্যাস বিশিষ্ট দুইটি করে মোট চারটি অর্ধবৃত্তাকার বুরুজগুলোর প্রতি পার্শ্বে অলংকৃত স্তম্বের উপর স্তাপিত সুচালো খিলানযুক্ত গভীর কুলুঙ্গী রয়েছে। এ তোরণ অভ্যন্তওে (দুই পার্শ্বে ) সশস্ত প্রহরীদের আবাস কক্ষগুলি বিভিন্ন প্রকার নকশাযুক্ত কারুকাজ ও পোড়া মাটির অলংকরণে সুসজ্জিত ছিল।
জেনারেল ক্যানিং হ্যামের মতে এটি সুলতান আলাউদ্দীন খলজীর মৃত্যুর পর গৌড় লখনৌতিতে দিল্লীর আধিপত্য কায়েমের সময় নগর রক্ষা প্রাচীর অভ্যন্তরে এ বিশালাকায় তোরণটি নির্মিত হয়। এ মত সমর্থন করলে, তোরণটি সম্ববত ১২২৯ খ্রিঃ ৬২৭ হিজরী সনের কিছু পর নির্মিত হয়েছে বলে মনে করা হয়।
ডঃ দানির মতে বাংলার সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের আমলের প্রথমার্ধে পান্ডুয়া হতে গৌড়ে রাজধানী স্থানান্তরিত হওয়ার পর রাজধানীর নগর দ্বার হিসাবে এটি নির্মিত হয়।
এম.আবিদ আলী খানের মতে ফটকপি গৌড়ে প্রাপ্ত সর্ব প্রাচীন লিপির তারিখের ১২৩৪ খ্রিঃ সুলতান ইলতাতমিশ ও মুহাম্মদ আলাউদ্দীন খলজীর মৃত্যুর (১৩১৫ খ্রিঃ) মধ্যবতী কোন সময়কার।
Comments
- No comments found
ফজলি আপডেট
- অনলাইন আম সেলারদের তালিকাঃ
- আমের জন্য ই-কমার্স ব্যবসা: কিভাবে করবেন বিস্তারিত জনুন
- আমের ই-কমার্স ব্যবসা কি ভাবে শুরু করা যায়? | আমের ই-কমার্স ব্যবসা শুরুর গাইডলাইন
- চালু হতে যাচ্ছে ই-আম সেলারদের প্লাটফরম
- ই-ক্যাব ফেক ক্রেতার একটা লিস্ট তৈরি করতে পারে
- Bangladesh Rapid eTrade Readiness Assessment
- একটি সফল ই কমার্স ওয়েবসাইট এর হোমপেজ
- একটি প্রতারণার এবং অন্যদের প্রতি সাবধানতা
- খুব শীঘ্রই ৬৪ জেলায় হবে ই-কমার্স ওয়্যার হাউস
- আমার পেজ এর পিক অন্য পেজে ব্যবহার করছে
- কিভাবে ফেসবুক পেজ বিজনেসের জন্য ব্যাবহার করবেন
- ই-ব্যবসার পাইকার জিলিঙ্গো আসছে সর্বোচ্চ বিনিয়োগ নিয়ে
- মার্কেটিং নয় যেন টাকা ছাপানোর লাইসেন্স হাতে পাওয়া
- ফেসবুকে এড দিলে লাইক কমেন্ট আসে কিন্তু সেল আসে না। কি করবেন?
- আমি আধা পাকা কলা দেয়ার কথা উল্লেখ করে দিলেও তারা পাকা গলা কলা নিয়ে আসে
- স্যামসাং অফিসিয়াল কেউ কি আছেন, কিছু কি করবেন?
- ৩১ মার্চ পর্যন্ত ৪৮১০০ টাকা ছিল সেটি এখন ৬% মূল্যছাড়ে ৫৩০০০ টাকা
- ড্রপশিপিং কোম্পানীগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভেন্ডর ম্যানেজমেন্ট
- ২০১৯ সালে ফেসবুক মার্কেটিং এর জন্য ৯ টি প্রয়োজনীয় পরিসংখ্যান
- লোকাল বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়ার ম্যাজিক
Leave your comments