বালিয়াদীঘি
- Published Date
- Written by Super Admin
- Hits: 2500
সোনা মসজিদ হতে কোতওয়ালী দরজা যেতেই রাস্তার ডান ধারে বিশাল একটি দীঘি পরিদৃষ্ট হয় । এর দৈর্ঘ্য প্রায় ৫শতাধিক গজ
এবং প্রস্থ প্রায়২৫০ গজ। বালুকাময় জলাশয় বলে এর নাম বালিয়াদীঘি
সোনা মসজিদ হতে কোতওয়ালী দরজা যেতেই রাস্তার ডান ধারে বিশাল একটি দীঘি পরিদৃষ্ট হয় । এর দৈর্ঘ্য প্রায় ৫শতাধিক গজ
এবং প্রস্থ প্রায়২৫০ গজ। বালুকাময় জলাশয় বলে এর নাম বালিয়াদীঘি
(বালুয়াদীঘি) হয়েছে বলে অনেকের অভিমতঅ। এটি সেই বংশের প্রতাপশালী রাজা বল্লাল সেন (রাজত্বকালে ১১৫৮-১১৭৯খ্রিঃ) খনন করেন।এককালে রাজবাড়ী এবং গৌড় দূর্গে এ দীঘি হতে পানি সরবরাহ করা হতো বলে কিংবদন্তি রয়েছে। বিশালাকার দীঘিটি প্রমান করে যে পূরাকালে ঐতিহাসিক গৌড়ের এ অংশটি কত ঘন জনকসতিপূর্ণ এলাকা ছিল। দীঘির পশ্চিমে সোনা মসজিদ স্থল বন্দর রোডের ধারে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে নিহত অসংখ্য নিরীহ মানুষ ও বীর মুক্তিযোদ্ধাদের গণ কবর রয়েছে। স্থানটি সুরক্ষিত।
Comments
- No comments found
ফজলি আপডেট
- তিন ফুট গাছে থোকা থোকা আম
- ডায়াবেটিস এ ইনসুলিনের মত কাজ করে কচি আম পাতা
- পৃথিবীর সবচেয়ে বড় আমটি চুরি হয়ে গেছে
- শিক্ষা ভবনে আম দিয়ে ঘুষ
- আম গাছ নাকি বিধর্মী গাছ !!
- শ্রীমঙ্গলে কাঁঠালী আম গাছ !!
- ল্যাংড়া আম দিয়ে তৈরি হলো মদ
- পৃথিবীর সবচেয়ে বড় আম
- ফরমালিনের বিকল্প চিংড়ির খোসা
- ০৪ কেজি ওজনের আম ! !
- ফ্রিজে বছরজুড়ে পাকা আম সংরক্ষণের সহজ উপায়
- কাঁচা আমের সুস্বাদু আচার
- কাঁচা মাঝারি আমের আচার
- কাঁচা আমের আচার
- স্টিকি রাইস উইথ ম্যাঙ্গো
Leave your comments