x 
Empty Product

অনেকে এ কথা শুনে চোখ কপালে তুলবেন। বেগুনি রঙের কত কিছু হয়। হতেই পারে। তাই বলে আম? মানতে চাইবেন না। একইভাবে মানতে চাইবেন না যে, কাঁঠালের রং লাল হয়। আসলেই হয়। ওপরের ছবিগুলো লক্ষ্য করুন, না, আম কাঁঠালের গায়ে হাত দিয়ে কেউ রং মাখিয়ে দেয়নি। প্রকৃতই এমন রং। আর জাম? সাদা দেখতে!

 

অভিনব এসব জাত অতি সম্প্রতি বিদেশ থেকে আমদানি করা হয়েছে। বেগুনি আম, লাল কাঁঠাল ও সাদা জাম নিয়ে দেখা দিয়েছে দারুণ কৌতূহল। চারা সংগ্রহে ব্যস্ত হয়েছেন বৃক্ষপ্রেমীরা।

জানা যাচ্ছে, চলতি বছরের শুরুর দিকে দেশে ঢুকেছে বেগুনি আম ও সাদা জাম। এর প্রায় তিন বছর আগে আসে লাল কাঁঠাল। এগুলো মূলত ভিয়েতনাম-থাইল্যান্ড ও মালয়েশিয়ার জাত। অন্যান্য চারার মতোই যশোরের বেনাপোল হয়ে প্রথমে বগুড়ায় আসে। সেখানে এখন বড় সংগ্রহ। মাদার গাছ তৈরি করে আম কাঁঠাল ও জামের চারা উৎপাদন করা হচ্ছে। তারপর এসব চারা চলে আসছে ঢাকায়। রাজধানী শহর থেকে ছড়িয়ে পড়ছে দেশের অন্যান্য প্রান্তে।

বেগুনি আম রঙের দিক থেকে আরেক চেনা ফল জামের মতো। আর আকার আকৃতি ব্যানানা ম্যাংগোর সঙ্গে কিছুটা মেলে। মনে পড়ছে, জাতীয় ফল প্রদর্শনীতে ব্যানানা ম্যাংগো দেখেই ভীষণ অবাক হয়েছিলাম। আম অথচ দেখতে অনেকটা সাগর কলার মতো! কৃষি কর্মকর্তা তখন জানিয়েছিলেন এটি নতুন জাত। আর এই জাতটি নতুনেরও নতুন। ব্যানানা ম্যাংগোর মতো নিচের দিকটা অত বাঁকা নয়, তবে বাঁকা। লম্বাটে। আঁটি চোখা পাতলা। খোসাও খুব পুরো নয়। খেতে বেশ মিষ্টি বলেই জানা গেছে। অবশ্য আপাতত স্বাদ নয়, গায়ের রং নিয়েই মেতেছেন সবাই। যারপরনাই কৌতূহলী। সাধারণত আমের রং হয় সবুজ হলুদ কিংবা সিঁদুরে রঙের। আর নতুন জাতের আম দেখতে জামের মতো! বিস্মিত না হয়ে উপায় কী?

এদিকে, কাঁঠালের রং অনেকটা লিচুর গায়ের রঙের মতো। হাল্কা লাল। কোষও হলদেটে নয়। লালচে। জানা যাচ্ছে, কিছুকাল আগে কাঁঠালের কয়েকটি উন্নত জাত অবমুক্ত করে ভিয়েতনাম-থাইল্যান্ড ও মালয়েশিয়া। সেগুলোর অন্যতম একটি লাল কাঁঠাল। আকারে দেশীয় কাঁঠালের চেয়ে ছোট। তবে রঙের কারণে এত আকর্ষণীয় যে, চোখ সেদিকে যাবেই। এ কাঁঠালের ভেতরের অংশ আঠালো নয়। ছোবড়া থাকে না। যা থাকে সবই কোষ। বর্তমানে দেশে এ জাতের কাঁঠাল অল্পস্বল্প পাওয়া যাচ্ছে।

অভিনব ফলগুলো সম্পর্কে জানতে কথা হয় ঢাকার লিভিং আর্ট নার্সারির কর্ণধার কেএম সবুজের সঙ্গে। জনকণ্ঠকে তিনি বলেন, এখন বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হয়েছে। দেশীয় ব্যবসায়ীরা বিদেশ থেকে নতুন নতুন জাতের গাছ ও চারা সংগ্রহ করছেন। এগুলো দেশে আনার পর চাষসহ নানা পরীক্ষা নিরীক্ষা চলছে। এর অংশ হিসেবেই এ বছর বেগুনি আম ও সাদা জাম দেশে ঢুকে বলে জানান তিনি। আর কাঁঠাল থেকে ফলও পাওয়া হয়ে গেছে।

রঙিন কাঁঠাল কি নিজে খেয়েছেন? স্বাদ কেমন? জানতে চাইলে সবুজ বলেন, আমি এই কাঁঠাল খেয়েছিলাম মালয়েশিয়ায়।

চমৎকার স্বাদ। আমাদের দেশের কাঁঠালের মতো রসালো নয়। তবে মিষ্টি। তখনই আমি জাতটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম। আমার তিন বছর বয়সী গাছে কাঁঠালও হয়েছে। তবে গাছ আরও বড় হলে কোষ ভাল হবে। লাল কাঁঠাল গাছের চাহিদা বাড়ছে জানিয়ে তিনি বলেন, একটি গাছ এরই মাঝে ১২ হাজার টাকায় বিক্রি করেছি আমি। পর্যাপ্ত পরিমাণ চারাও আছে আমাদের কাছে।

এদিকে, বেগুনি আমের চারা লাল কাঁঠালের চারার তুলনায় দুর্লভ। নামকরা কিছু নার্সারিতে খোঁজ করলে পাওয়া যায়। আছে লিভিং আর্টেও। সবুজ জানান, বেগুনি আমের চারা লাগানোর তিন থেকে চার বছরের মধ্যে ফলন আসবে। মাটি ভেদে রংয়ের কিছুটা তারতম্য ঘটতে পারে। গাঢ় বা হাল্কা বেগুনি হতে পারে রংটা।

তা, স্বাদ কেমন? দেশে এ বিষয়ে কথা বলে তেমন কিছু জানা গেল না। তবে ভারতেও আমটি হচ্ছে এখন। সেখানকার শৌখিন চাষীরা জানিয়েছেন, স্বাদ খুব ভাল। মিষ্টি। শুধু দেখতে আকর্ষণীয় তা নয়, এটি খেতে সুস্বাদু। আশহীন। মহেশ ভাট নামের এক রিসার্চার টুইট করে জানিয়েছেন, বেগুনি রঙের আম ডায়াবেটিক রোগীদের জন্য কাজে আসবে।

সদ্য আসা সাদা জামের স্বাদও দেশীয় জামের মতো বলে জানা গেছে। অপেক্ষাকৃত ছোট।

আকর্ষণীয় এসব গাছের চারা নিয়ে এখন চলছে সরব আলোচনা। সংগ্রহেও বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে। শৌখিন সংগ্রাহকরা কোভিড পরিস্থিতির মধ্যেই এসব চারা সংগ্রহ ও রোপণ করছেন। কারণ এখনই গাছ লাগানোর মৌসুম। দেরি করলে অভিনব গাছ ও ফল পেতেও দেরি হবে !

নিউজটি আমাদের নিজস্ব না। এটির সকল কৃতিত্ব ও স্বত্ত শুধুমাত্র  https://www.dailyjanakantha.com

Published in ব্লগ

01.*সমস্যা: আম গাছের বয়স ২ বছর, কি হারে সার দিব?
*সমাধান: পঁচা গোবর (কেজি)১৫,ইউরিয়া ২৫০(গ্রাম),টি.এস.পি ২৫০(গ্রাম),এমওপি ১০০(গ্রাম)জিপ্সাম ১০০(গ্রাম),জিং সালফেট ১০(গ্রাম)-এই সারের ২ ভাগের ১ ভাগ জৈ্যঠ্ষ-আষাঢ় মাসে এবং দ্বিতীয় অর্ধেক আশ্বিন মাসে প্রয়োগ করতে হবে। ২-৩ ফুট দুরত্তে রিং করে আধা ফুট গভিরে সার প্রয়োগ করতে হবে।

 

02.*সমস্যা: আমার আম বাগান আছে,আমি আম কিভাবে বাজার জাত করবো?
*সমাধান: আপনার সমস্যার জন্য নিম্নের ঠিকানায় যোগাযোগ করুন- 1.Pran RFL group: Phone: 880-2-9563126, 880-2-7167412, 880-2-7167416 Fax: 880-2-9559415 2.কৃষিমার্কেট ডট কম ১৪৭ মনিপুরিপাড়া, ঢাকা-১২১৫, বাংলাদেশ। মোবাইল নং : +৮৮০১৯১৮৯৪৯৫৮১ ই-মেইল : info@krishimarket.com 3.নাম:মোঃ নজরুল ইসলাম ঠিকানা:১৭৮/৯/১ তালতলা মোল্লা পাড়া. শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ টেলিফোন:01912076030 ইমেইল:nazrul815@yahoo.com

 

03*সমস্যা: আম গাছে দুইবার সেপ্র করা হয়ে গেলে এখন আমের গুটি আসার সময় এখন গুটি ধরে রাখার জন্য কি করতে পারি।
*সমাধান: প্রতি ১০ লিটার পানিতে ১০ গ্রাম লিবরেল দস্তা ও ২০ গ্রাম লিবরেল বোরন স্প্রে করতে হবে।

 

04.*সমস্যা: দুটি আম বাগানের বয়স যথাক্রমে ৮-১০ বছর, টুকটাক কেবল মুকুল আশা শুরু করেছে এখনো কোন কীটনাশক প্রয়োগ করা হয়নি ভালো ফলনের জন্য করনিয় কি?
*সমাধান: প্রতি ১০ লিটার পানিতে ১০ গ্রাম লিবরেল দস্তা ও ২০ গ্রাম লিবরেল বোরন সেপ্র করতে হবে।

 

05.*সমস্যা: আঁটি আম গাছ খুব জোরালো ভাব দেখা যাচ্ছে। পার্শ্ববর্তী গাছে আম ধরে কিন্তু এই গাছটিতে কোন মুুকুল আসে না। কি করতে হবে জানতে চান।
*সমাধান: বর্ষার আগে ও পরে গাছ প্রতি ১০০ গ্রাম এমওপি সার ও ২০ গ্রাম বোরন সার প্রয়োগ করবেন। সেক্ষেত্রে আম গাছ হতে দেড়হাত দূরে গোলাকার ৬ ইঞ্চি গভীর নালা করে সার প্রয়োগ করার পর মাটি দিয়ে চেপে দিতে হবে এবং হালকা সেচ দিয়ে দিবেন।

 

06.*সমস্যা: নেংড়া আম গাছের বয়স ৯ বছর, হালকা মুকুল আশে মোটেই আম আসেনা। করনিয় কি?
*সমাধান: ১. ফলন বৃদ্ধি করতে মুকুল আসার আগে প্রতি ১০ লিটার পানিতে ১০ গ্রাম লিবরেল দসত্মা ও ২০ গ্রাম লিবরেল বোরন স্প্রে করতে হবে। ২. আম মটর দানার মতো হলে একই নিয়মে লিবরেল দস্তা ও লিবরেল বোরন সেপ্র করতে হবে।
07.*সমস্যা: আম গাছের মুকুল আসার পর ঔষুধ দিয়েছি বর্তমানে মুকুল গুলো ঝরে যাচ্ছে ।*সমাধান: প্রতি ১০ লিটার পানিতে ১০ গ্রাম লিবরেল দসত্মা ও ২০ গ্রাম লিবরেল বোরন সেপ্র করতে হবে।

 

08.*সমস্যা: আম গাছের ডগার পাতা মরে ঝড়ে যায়। এর প্রতিকার কি?
*সমাধান: ১. মরা ডাল (কিছু ভাল অংশসহ) কেটে ফেলতে হবে; ২. নতুন পাতা বের হলে ডায়থেন এম-৪৫/এন্টিব্লাইট/বেনডাজিম ২ গ্রাম/লিটার হারে ৭ থেকে ১০ দিন পরপর ২ বার সেপ্র করতে হবে।

 

09.*সমস্যা: আম ও লিচু গাছের পরিচর্যা সম্পর্কে জানতে চাই। আম গাছের বয়স ৫ বৎসর, লিচু গাছ ৪ বৎসর। উভয় গাছের কিছু কিছু করে ফল আসে। কিভাবে ভাল ফল আনা যায় তা সম্পকে বিস্তারিত জানাবেন।
*সমাধান: ১. ফল সংগ্রহের সময় খেয়াল রাখতে হবে যেন ফলের বোটা গাছের সাথে না থাকে। ২. জৈব ও অজৈব সার বর্ষার আগে ও পেও প্রয়োগ করতে হবে। ৩. ইউরিয়া সার বেশি ব্যবহার করা যাবে না। ৪. প্রতি বছর ফল সংগ্রহের পর ডাল ছাটাই করতে হবে। ৫. ফলের শোষক পোকা দমন করতে হবে।
10.*সমস্যা: আম গাছ অনেক গুলি আছে, ৪টি গাছের বয়স ৪ বছর গাছে বৌল আসে কিন্তু আম ধরে না। কারন কি করনিয়?
*সমাধান: ১. আমের ফলন বৃদ্ধি করতে মুকুল আসার আগে প্রতি ১০ লিটার পানিতে ১০ গ্রাম লিবরেল দসত্মা ও ২০ গ্রাম লিবরেল বোরন স্প্রে করতে হবে। ২. আম মটর দানার মতো হলে একই নিয়মে লিবরেল দসত্মা ও লিবরেল বোরন সেপ্র করতে হবে। ৩. আম গাছের পরিচর্যার সময় বা ফল সংগ্রহের পর অন্যান্য সারের সাথে প্রতি গাছে ১০ গ্রাম রুটোন প্রয়োগ করতে হবে।

 

11.*সমস্যা: আম গাছের বয়স সাড়ে ৩ বছর কিন্তু প্রথম বার প্রচুর মুকুল এসেছিল কিছু ৫-৭ টি আম হয়েছিল বাদ বাকী মুকুল ঝরে পড়ে যায় এবং পরের বছর আর কোন মুকুল আসেনি। মুকুল আসা এবং ঝরে পড়া রোধে করনীয় কী ?
*সমাধান: ১. আমের ফলন বৃদ্ধি করতে মুকুল আসার আগে প্রতি ১০ লিটার পানিতে ১০ গ্রাম লিবরেল দস্তা ও ২০ গ্রাম লিবরেল বোরন স্প্রে করতে হবে। ২. আম মটর দানার মতো হলে একই নিয়মে লিবরেল দস্তা ও লিবরেল বোরন স্প্রে করতে হবে। ৩. আম গাছের পরিচর্যার সময় বা ফল সংগ্রহের পর অন্যান্য সারের সাথে প্রতি গাছে ১০ গ্রাম রুটোন প্রয়োগ করতে হবে।

 

12.*সমস্যা: বার মাসে আম গাছ। ১ম বার প্রচুর মুকুল আসছিল সবগুলোই ছিল পরবর্তী বছর তেমন মুকুল আসেনি আমের সময় ও তেমন মুকুল আসেনি তাই আপনার শরনাপন্ন হওয়া প্রয়োজনীয় পরামর্শ চাইছি।
*সমাধান: গাছ প্রতি ২০০ গ্রাম ইউরিয়া, ২০০ গ্রাম টিএসপি, ১০০ গ্রাম এমওপি এবং ১০০ গ্রাম বোরন সার প্রয়োগ করতে হবে।

 

13.*সমস্যা: লিচু এবং আমের মুকুল আসার আগে কি কি ঔষধ দিতে হয়। আম এবং লিচুর গুটি যাতে ঝরে না যায় তার জন্যে কি কি করতে হবে।
*সমাধান: আম: ১. আমের ফলন বৃদ্ধি করতে মুকুল আসার আগে প্রতি ১০ লিটার পানিতে ১০ গ্রাম লিবরেল দসত্মা ও ২০ গ্রাম লিবরেল বোরন সেপ্র করতে হবে। ২. আম মটর দানার মতো হলে একই নিয়মে লিবরেল দস্তা ও লিবরেল বোরন স্প্রে করতে হবে। ৩. আম গাছের পরিচর্যার সময় বা ফল সংগ্রহের পর অন্যান্য সারের সাথে প্রতি গাছে ১০ গ্রাম রুটোন প্রয়োগ করতে হবে। লিচু: ১. সুষম সার ও নিয়মিত সেচ দিতে হবে। ২. গাছে ফল যখন মটরদানার সমান হয় তখন ১ বার এবং মার্বেল আকার হয় তখন ১ বার প্লানোফিক্স/মিরাকুলান/ফ্লোরা অনুমোদিত মাত্রায় স্প্রে করতে হবে।

 

14.*সমস্যা: বার মাসী আম গাছে আম ধরে বড়ও হয় কিন্তু আশ হয় না বোটার কাছে পচে গিয়ে আম ঝরে পড়ে।
*সমাধান: ১. আমের ফলন বৃদ্ধি করতে মুকুল আসার আগে প্রতি ১০ লিটার পানিতে ১০ গ্রাম লিবরেল দস্তা ও ২০ গ্রাম লিবরেল বোরন স্প্রে করতে হবে। ২. আম মটর দানার মতো হলে একই নিয়মে লিবরেল দস্তা ও লিবরেল বোরন স্প্রে করতে হবে। ৩. আম গাছের পরিচর্যার সময় বা ফল সংগ্রহের পর অন্যান্য সারের সাথে প্রতি গাছে ১০ গ্রাম রুটোন প্রয়োগ করতে হবে।

 

15.*সমস্যা: আম গাছে মুকুল আসে ফল হয় না, শুকিয়ে যায়।
*সমাধান: ১. আমের ফলন বৃদ্ধি করতে মুকুল আসার আগে প্রতি ১০ লিটার পানিতে ১০ গ্রাম লিবরেল দস্তা ও ২০ গ্রাম লিবরেল বোরন স্প্রে করতে হবে। ২. আম মটর দানার মতো হলে একই নিয়মে লিবরেল দস্তা ও লিবরেল বোরন সেপ্র করতে হবে। ৩. আম গাছের পরিচর্যার সময় বা ফল সংগ্রহের পর অন্যান্য সারের সাথে প্রতি গাছে ১০ গ্রাম রুটোন প্রয়োগ করতে হবে।

 

16. *সমস্যা: আম ছোট থাকতে খুব ভাল দেখাচ্ছে কিন্তু পাকার পরে পোকা দেখা যাচ্ছে।
*সমাধান: ১. কলমের গাছ লাগাতে হবে। ২. ফল মার্বেল আকার হলে প্রতি লিটার পানিতে ১ মিলি মর্টার ৪৮ ইসি বা ২ মিলি ক্লোরোপাইরিফস ২০ ইসি, লিবাসিড ৫০ ইসি বা সুমিথিয়ন ৫০ ইসি ২ মিলি হারে মিশিয়ে ১৫ দিন পর পর ২ বার স্প্রে করে ভাল ফল পাওয় যায়। ৩. আক্রান্ত ফল সংগ্রহ করে ভিতরের পোকা মেরে ফেলতে হবে ।

 

Advertisement
 
Report this ad

17.*সমস্যা: আম গাছের বয়স ৭ বছরের মত চলছে। গত বছরের আগের বছর মুকুল এসেছিল। কিন্তু এবছর আসেনি। যাতে আগামীতে মুকুল আসে এর জন্য করনীয় কি ?
*সমাধান: বর্ষার আগে ও পরে গাছ প্রতি ১০০ গ্রাম এমওপি সার ও ২০ গ্রাম বোরন সার প্রয়োগ করবেন। সেক্ষেত্রে আম গাছ হতে দেড়হাত দূরে গোলাকার ৬ ইঞ্চি গভীর নালা করে সার প্রয়োগ করার পর মাটি দিয়ে চেপে দিতে হবে এবং হালকা সেচ দিয়ে দিবেন।

 

18 *সমস্যা: হাইব্রিড সবধরনের আম গাছের বয়স ৫ বছর, গাছে ভালো ফলন পাওয়া যাচ্ছে না কেন। কি করনিয়?
*সমাধান: মুকুল আসার সময় ভক্সল সুপার স্প্রে করলে ভালো ফল পাবেন।

 

19.সমস্যা: বহু প্রকার আম গাছের চাষ আছে চলতি মৌসুমে ভাল ফলন পাওয়ার জন্য কি কি সার প্রয়োগ করলে ভাল ফল পাবো।
*সমাধান: জৈব সার-২০ কেজি, টিএসপি-৫০০গ্রাম, এমওপি ২৫০ গ্রাম, জিপসাম ৩০০ গ্রাম, জিংক সালফেট ৫০ গ্রাম, বরিক এসিড ৫০ গ্রাম।

 

20.*সমস্যা: বিগত দুই বছর যাবৎ আম গাছে আম আসছে না। কারন কি? জানতে চাই। কি পদক্ষেপ গ্রহন করিলে গাছে ভাল আম আসবে।
*সমাধান: গাছ প্রতি ১০০ গ্রাম এমওপি সার ও ২০ গ্রাম বোরন সার প্রয়োগ করবেন। সেক্ষেত্রে আম গাছ হতে দেড়হাত দূরে গোলাকার ৬ ইঞ্চি গভীর নালা করে সার প্রয়োগ করার পর মাটি দিয়ে চেপে দিতে হবে এবং হালকা সেচ দিয়ে দিবেন।

 

21.*সমস্যা: হিম সাগর আম গাছের বয়স ৩ বৎসর গাছের একপাশে ডালপালা শুকিয়ে যাচ্ছে, গাছ বড় হচ্ছে না। কি করনিয়?
*সমাধান: ১. আক্রানত্ম ডালপালা ছেটে ফেলতে হবে। ২. বর্ষার আগে ও পরে গাছ প্রতি ১০০ গ্রাম এমওপি সার ও ২০ গ্রাম বোরন সার প্রয়োগ করবেন। সেক্ষেত্রে নারকেল গাছ হতে দেড়হাত দূরে গোলাকার ৬ ইঞ্চি গভীর নালা করে সার প্রয়োগ করার পর মাটি দিয়ে চেপে দিতে হবে এবং হালকা সেচ দিয়ে দিবেন।

 

22.*সমস্যা: একইসাথে আম গাছ লাগানো কিছু গাছ মুকুল আসে, কিছূ গাছে মুকুল আসে না। এর কারণ ও প্রয়োজনী সমাধান।
*সমাধান: ১. আম গাছের পরিচর্যার সময় বা ফল সংগ্রহের পর অন্যান্য সারের সাথে প্রতি গাছে ১০ গ্রাম রুটোন প্রয়োগ করতে হবে। ২. প্রতি ১০ লিটার পানিতে ১০ গ্রাম লিবরেল দস্তা ও ২০ গ্রাম লিবরেল বোরন স্প্রে করতে হবে।

 

23.*সমস্যা: সুবর্ণা কলী আম গাছের ৩ বছর বয়স, মুকুল আসে আম থাকে না ঝরে যায়। করনিয় কি?
*সমাধান: ১. আমের ফলন বৃদ্ধি করতে মুকুল আসার আগে প্রতি ১০ লিটার পানিতে ১০ গ্রাম লিবরেল দসত্মা ও ২০ গ্রাম লিবরেল বোরন স্প্রে করতে হবে। ২. আম মটর দানার মতো হলে একই নিয়মে লিবরেল দস্তা ও লিবরেল বোরন সেপ্র করতে হবে। ৩. আম গাছের পরিচর্যার সময় বা ফল সংগ্রহের পর অন্যান্য সারের সাথে প্রতি গাছে ১০ গ্রাম রুটোন প্রয়োগ করতে হবে।

 

24. *সমস্যা: আমে অনেক মুকুল হয় , পোকা মুকুল কেটে দেয় ।
*সমাধান: ফাইটার ১ গ্রাম ও এমকোজিম ১মিলি / লিটার পানিতে মিশিয়ে মুকুল আসার পর স্প্রে করতে হবে ১২ দিন পর পর ২ বার। আর মুকুল ঝরে পরার জন্য ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন ।

 

25.*সমস্যা: আমের পাতা বিছা পোকা খেয়ে ফেলে ।
*সমাধান: ক্যারাটে ১ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।

 

26 *সমস্যা: আম ঝড়ে যাচ্ছে?
*সমাধান: আম গাছে মুলুল আসার পর ফ্লোরা ২ মিলি, ফাইটার ১ গ্রাম / লিটার পানিতে মিশিয়ে ১২ দিন পর পর ২ বার স্প্রে করতে হবে।

 

27.*সমস্যা: আমার ৬৬ টি আম গাছ আছে , বয়স ৭ বছর, কি পরিমাণ সার দিব?
*সমাধান: প্রতি গাছে ২ ডালি পচা গোবর, ৫০ গ্রাম বোরন সার দিতে হবে, ৭৫ গ্রাম টি এস পি, ও পটাশ সার, ইউরিয়া ৭০ গ্রাম গাছের গোড়া থেকে ১.৫ হাত দূরত্বে রিং করে প্রয়োগ করতে হবে। এর পর হালকা সেচ দিতে হবে, সাধারণত বছরে ২ বার সার দিতে হবে, গাছে মুকুল আসার ২.৫ মাস আগে ও বর্ষার আগে।

 

28.*সমস্যা: আমের ভিতরে পোকা
*সমাধান: ফাইটার ১ গ্রাম ও এমকজিম ১ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন ।

 

29.*সমস্যা: আম ভাল করতে কি দিব
*সমাধান: ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করুন ।

 

30.সমস্যা: আমের মুকুল ঝরে যায়। করণীয় কি?
*সমাধান: ফাইটার প্লাস ১ মিলি/ লিটার পানিতে এবং ফ্লোরা ২ মিলি/ লিটার পানিতে মিশিয়ে গাছের মুকুল ভিজিয়ে স্প্রে করতে হবে।
Added: 2013/03/09

 

31 *সমস্যা: আম ঝরে যায়। করণীয় কি?
*সমাধান: ফ্লোরা ৩ মিলি/ লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে।
Added: 2013/02/03

 

32.*সমস্যা: আমের ভাল ফলনের জন্য কি করব? বয়স ৩ বছর।
*সমাধান: প্রতি গাছে ২ ডালি পচা গোবর, ৩০ গ্রাম বোরন, ৪০ গ্রাম টি এস পি, ও পটাশ সার, ইউরিয়া ৩৫ গ্রাম গাছের গোড়া থেকে ১.৫ হাত দূরত্বে রিং করে প্রয়োগ করতে হবে। এর পর হালকা সেচ দিতে হবে, সাধারণত বছরে ২ বার সার দিতে হবে (গাছে মুকুল আসার ২.৫ মাস আগে ও বর্ষার আগে)। মুকুল আসার এক মাস পুর্বে ফাইটার প্লাস ১ মিলি/ লিটার পানিতে এবং এমকোজিম ১ গ্রাম/ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
Added: 2013/02/01

 

33.*সমস্যা: আমাদের গোপাল ভোগ আম গাছে আম ১ টা, ২ টা হয়। এর বেশি নয়। কারণ কি?
*সমাধান: কিছু ডালপালা কেটে দিতে হবে । প্রতি গাছে ২ ডালি পচা গোবর , ৪০ গ্রাম টি এস পি , ও পটাশ , বোরন , ৩০ গ্রাম ইউরিয়া গাছের গোঁড়া হতে ১.৫ হাত দুরত্তে রিং করে প্রয়োগ করতে হবে । মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে ১ মিলি ফাইটার প্লাস , ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে , ফাইটার প্লাস ১ মিলি , ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
Added: 2013/01/13

 

34.*সমস্যা: আম গাছের মুকুল আসে না, কি করব?
*সমাধান: প্রতি গাছে ২ ডালি পচা গোবর, ৫০ গ্রাম বোরন, ৭৫ গ্রাম টি এস পি, ও পটাশ সার, ইউরিয়া ৭০ গ্রাম গাছের গোড়া থেকে ১.৫ হাত দূরত্বে রিং করে প্রয়োগ করতে হবে। এর পর হালকা সেচ দিতে হবে, সাধারণত বছরে ২ বার সার দিতে হবে (গাছে মুকুল আসার ২.৫ মাস আগে ও বর্ষার আগে)। মুকুল আসার ১ মাস পুর্বে ফাইটার প্লাস ১ মিলি/ লিটার পানিতে এবং এমকোজিম ১ গ্রাম/ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
Added: 2013/01/13

 

35.*সমস্যা: গাছে আম ধরে না। করণীয় কি?
*সমাধান: প্রতি গাছে ২ ডালি পচা গোবর, ৫০ গ্রাম বোরন, ৭৫ গ্রাম টি এস পি, ও পটাশ সার, ইউরিয়া ৭০ গ্রাম গাছের গোড়া থেকে ১.৫ হাত দূরত্বে রিং করে প্রয়োগ করতে হবে। এর পর হালকা সেচ দিতে হবে, সাধারণত বছরে ২ বার সার দিতে হবে (গাছে মুকুল আসার ২.৫ মাস আগে ও বর্ষার আগে)। মুকুল আসার এক মাস পুর্বে ফাইটার প্লাস ১ মিলি/ লিটার পানিতে এবং এমকোজিম ১ গ্রাম/ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
Added: 2013/01/13

 

36*সমস্যা: আমার লাংরা আম ফাটে। করণীয় কি?
*সমাধান: আম মটর দানার মত হলে ফ্লোরা ২০ গ্রাম ও সলুবর বোরন ১৫ গ্রাম / ১০ লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে
Added: 2013/01/13

 

37.*সমস্যা: আমের গাছে মুকুল ধরে না। প্রতিকার কি?
*সমাধান: প্রতি গাছে ২ ডালি পচা গোবর, ৫০ গ্রাম বোরন, ৭৫ গ্রাম টি এস পি, ও পটাশ সার, ইউরিয়া ৭০ গ্রাম গাছের গোড়া থেকে ১.৫ হাত দূরত্বে রিং করে প্রয়োগ করতে হবে। এর পর হালকা সেচ দিতে হবে, সাধারণত বছরে ২ বার সার দিতে হবে (গাছে মুকুল আসার ২.৫ মাস আগে ও বর্ষার আগে)। মুকুল আসার এক মাস পুর্বে ফাইটার প্লাস ১ মিলি/ লিটার পানিতে এবং এমকোজিম ১ গ্রাম/ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
Added: 2012/12/02

 

38.*সমস্যা: আমের ভিতরে পোকা । প্রতিকার কি ?
*সমাধান: মুকুল আসার পর এমকজিম ১ মিলি , ফাইটার ১ গ্রাম , ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে ৭ দিন পর পর ২-৩ বার স্প্রে করুন।
Added: 2012/07/29

 

39. *সমস্যা: আম গাছ বাড়ে না । বয়স ৩ মাস ।
*সমাধান: ২ ডালি পচা গোবর , ৫০ গ্রাম টি এস পি , ৫০ গ্রাম পটাশ , ৭৫ গ্রাম ইউরিয়া প্রতি গাছ হতে ১.৫ হাত দূরে রিং করে প্রয়োগ করে হালকা সেচ দিতে হবে ।
Added: 2012/07/01

 

40.*সমস্যা: আম গাছে আম ধরে । পাকার ঠিক আগে আম ফেটে যায় , বয়স ১০ বছর
*সমাধান: মুকুল আসার তিন মাস আগে ও বর্ষার সময় প্রতি গাছে ৭৫ গ্রাম টি এস পি ও পটাশ ৫০ গ্রাম বোরন , ২ ডালি পচা গোবর গাছ হতে দেড় হাত দুরত্তে রিং করে প্রয়োগ করে হালকা সেচ দিন ।
Added: 2012/06/11

 

41.*সমস্যা: আমে অনেক মুকুল হয় , পোকা মুকুল কেটে দেয় ।
*সমাধান: ফাইটার ১ গ্রাম ও এমকোজিম ১মিলি / লিটার পানিতে মিশিয়ে মুকুল আসার পর স্প্রে করতে হবে ১২ দিন পর পর ২ বার। আর মুকুল ঝরে পরার জন্য ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন ।
Added: 2012/06/10

 

42.*সমস্যা: আমের পাতা বিছা পোকা খেয়ে ফেলে ।
*সমাধান: ক্যারাটে ১ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
Added: 2012/06/07

 

43.*সমস্যা: আম গাছ মারা যায় । গাছের বয়স ২ বছর, উচ্চতা ৫-৬ ফুট।
*সমাধান: প্রতি গাছে ২৫-৩০ গ্রাম ফুরাডান + ২ ডালি পচা গোবর গাছের গোঁড়া হতে ১.৫ হাত দূরে মাটি আলগা করে প্রয়োগ করে হালকা সেচ দিন ।
Added: 2012/05/30

 

44.*সমস্যা: আম গাছ মারা যায় ।
*সমাধান: ৩০-৪০ গ্রাম ফুরাডান + ২ ডালি পচা গোবর গাছের গোঁড়া হতে ১.৫ হাত দূরে মাটি আলগা করে প্রয়োগ করে হালকা সেচ দিন ।
Added: 2012/05/30

 

45.*সমস্যা: আমের ভিতরে পোকা
*সমাধান: ফাইটার ১ গ্রাম ও এমকজিম ১ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন ।
Added: 2012/05/20

 

46.*সমস্যা: আম ভাল করতে কি দিব
*সমাধান: ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করুন ।
Added: 2012/05/20

 

47.*সমস্যা: আম ঝরে যায় ও আমে পোকা
*সমাধান: ফাইটার ১ গ্রাম / লিটার ও ফ্লোরা ২ মিলি /লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে
Added: 2012/05/15

 

48.*সমস্যা: আমের পাতা বিছা পোকা খেয়েছে ।
*সমাধান: ক্যারাটে ১ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
Added: 2012/05/15

 

49.*সমস্যা: আমে পচন ও কাঠালের গায়ে কালো দাগ
*সমাধান: মুকুল আসার পর এমকজিম ১ মিলি , ফাইটার ১ গ্রাম , ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন।ঝরে পরা মুচি গুলো পুরিয়ে ফেলুন।
Added: 2012/05/15

 

50.*সমস্যা: আমে বিছা পোকার আক্রমণ
*সমাধান: ক্যারাটে ১ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
Added: 2012/05/15

 

51.*সমস্যা: আম ঝড়ে যাচ্ছে?
*সমাধান: আম গাছে মুলুল আসার পর ফ্লোরা ২ মিলি, ফাইটার ১ গ্রাম / লিটার পানিতে মিশিয়ে ১২ দিন পর পর ২ বার স্প্রে করতে হবে।
Added: 2012/05/12

 

52.*সমস্যা: আমে পোকার আক্রমণ?
*সমাধান: আম গাছে মুলুল আসার পর ফ্লোরা ২ মিলি, ফাইটার ১ গ্রাম ও এমকোজিম ১ মিলি / লিটার পানিতে মিশিয়ে ১২ দিন পর পর ২ বার স্প্রে করতে হবে।
Added: 2012/05/12

 

53.*সমস্যা: আমার ৬৬ টি আম গাছ আছে , বয়স ৭ বছর, কি পরিমাণ সার দিব?
*সমাধান: প্রতি গাছে ২ ডালি পচা গোবর, ৫০ গ্রাম বোরন সার দিতে হবে, ৭৫ গ্রাম টি এস পি, ও পটাশ সার, ইউরিয়া ৭০ গ্রাম গাছের গোড়া থেকে ১.৫ হাত দূরত্বে রিং করে প্রয়োগ করতে হবে। এর পর হালকা সেচ দিতে হবে, সাধারণত বছরে ২ বার সার দিতে হবে, গাছে মুকুল আসার ২.৫ মাস আগে ও বর্ষার আগে।
Added: 2012/05/07

 

54.*সমস্যা: আম পড়ে যাচ্ছে ।
*সমাধান: বর্তমানে ফাইটার প্লাশ ১ গ্রাম ও ফ্লোরা ৩ মিলি/লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন পর পর ২ বার স্প্রে করতে হবে।
Added: 2012/05/04

 

55.*সমস্যা: আমের গুটি পড়ে যাচ্ছে ।
*সমাধান: ফ্লোরা ২ মিলি ও ফাইটার ১ মিলি/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
Added: 2012/05/04

 

56.*সমস্যা: আমের বোটা দিয়ে আঠা ঝরছে ও আম পড়ে যাচ্ছে ।
*সমাধান: ফ্লোরা ২ মিলি ও এমকোজিম ১ গ্রাম /লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে
Added: 2012/05/03

 

57.*সমস্যা: আম গাছের আম পোকায় ফুটা করে দেয়?
*সমাধান: আমের দানা মটোর দানার মত থাকতে ফাইটার ১ গ্রাম ও এমকোজিম ১ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
Added: 2012/04/24

 

58.*সমস্যা: আমরা গাছের পাতা বিছা পোকা খেয়ে ফেলছে?
*সমাধান: রিপকর্ড, বা ক্যারাটে ১ মিলি/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে,
Added: 2012/04/09

 

59.*সমস্যা: আম গাছের মুকুল আসার পর ঔষুধ দিয়েছি বর্তমানে মুকুল গুলো ঝরে যাচ্ছে ।
*সমাধান: এখন আবার, ফ্লোলা ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ১২ দিন পর পর ২ বার স্প্রে করুন।
Added: 2012/04/08

 

60.*সমস্যা: আম ঝরে যাচ্ছে ।
*সমাধান: ১ গ্রাম এমকোজিম ও ২ মিলি ফ্লোরা / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন ।
Added: 2012/04/03

 

61.*সমস্যা: ছোট আম গাছে পিঁপড়া আক্রমণ করেছে, দমনের উপায় কি?
*সমাধান: ১৫০ মিলি পানি ও ১৫০ মিলি কেরোসিন তৈল ভালো ভাবে ঝাকিয়ে আম গাছে প্রয়োগ করতে হবে,
Added: 2012/03/23

 

62.*সমস্যা: আমের গুটি ঝড়ে যাচ্ছে,
*সমাধান: ফাইটার ১ মিলি ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে ।
Added: 2012/03/19

 

63.*সমস্যা: আম গাছের ভিতরে পোকার , কি ভাবে দমন করা যাবে,
*সমাধান: ফাইটার ১ মিলি ও এমকোজিম ১ গ্রাম এবং ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে আমে গুটি থাকে অবস্থায় স্প্রে করতে হবে ।
Added: 2012/03/15

 

64.*সমস্যা: আমের গুটি ঝড়ে যাচ্ছে,
*সমাধান: ফাইটার ১ মিলি, এমকোজিম ১ গ্রাম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে মুকুল আসার ১৫ দিন পর পর ২ বার স্প্রে করতে হবে ।
Added: 2012/03/14

 

65.*সমস্যা: আমের মুকুল ঝড়ে যাচ্ছে
*সমাধান: মুলুল আসার পর ফাইটার ১ মিলি, এমকোজিম ১ গ্রাম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে ১২ দিন পর পর ২ বার স্প্রে করতে হবে ।
Added: 2012/03/14

 

66.*সমস্যা: আমের মুকুলে পোকা লেগেছে ।
*সমাধান: ফাইটার ও এমকোজিম ১ গ্রাম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে ।
Added: 2012/03/11

 

67.*সমস্যা: আম গাছে ভাল ফলন পাইতে। করনিয় কি? জানতে চাই।
*সমাধান: ১. ভক্সল সুপার প্রতি ১০ লিটার পানিতে ২-৩ মুখা করে যখন মুকুল আসলে একবার, আম গুটি হলে একবার সেপ্র করতে হবে।
Added: 2009/11/24

 

68.*সমস্যা: আজ গাছে মুকুল আসে কিন্তু আম থাকে না। এর কারণ ও প্রয়োজনীয় সমাধান।
*সমাধান: মুকুল আসার সময় ভক্সল সুপার ১০ লিটার পানিতে ২-৩ মুখা মিশিয়ে সেপ্র করতে হবে।
Added: 2009/11/14

 

69.*সমস্যা: আম গাছের বয়স দুই বছর, অনেক গাছের কচি পাতা নষ্ট হয়ে যাচ্ছে, পরে মারা যাচ্ছে। এর করনীয় উপায় কি ?
*সমাধান: ১. যে পাতা গুলোতে আক্রমন হয়েছে সে পাতা গুলো ছিড়ে ফেলতে হবে। ২. আম গাছে মাকড়শার আক্রমন কিংবা জাল হলে ঝাড়ু দিয়ে সেগুলো পরিষ্কার করতে হবে। ৩. লিথান ২০ ইসি অথবা ভিটাশিল্ড ২০ ইসি বোতলের গায়ে উল্লিখিত হারে স্প্রে করতে হবে।
Added: 2009/12/03

 

70.*সমস্যা: আম গাছের বয়স ১ বছর, পাতাতে আচিলের মত গিট দেখা যায়, কি করতে হবে?
*সমাধান: সবিক্রন, ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
Added: 2012/03/07

 

71.*সমস্যা: আম গাছে আম ফেটে যায় ।
*সমাধান: ফ্লোরা ৩-৫ মিলি/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
Added: 2012/03/01

 

72.*সমস্যা: আম গাছের ডাল পোকায় খেয়ে ফেলে ।
*সমাধান: আক্রমণের পরিমাণ কম হলে আক্রান্ত ডাল কেটে দিতে হবে । বা ক্যারাটে ১ গ্রাম / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে ।
Added: 2012/03/01

 

73.*সমস্যা: আমের মুকুল যেন টিকে থাকে , কি করব ?
*সমাধান: আম গাছে মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে ১ মিলি ফাইটার, ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে আবার, ফাইটার ১ মিলি , ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
Added: 2012/03/01

 

74.*সমস্যা: আমে মুকুল এসেছে । কি করব ?
*সমাধান: ১ মিলি ফাইটার, ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে আবার, ফাইটার ১ মিলি , ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/02/29

 

75.*সমস্যা: আমে মুকুল এসেছে । কি করব ?
*সমাধান: ১ মিলি ফাইটার, ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে আবার, ফাইটার ১ মিলি , ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/02/29

 

76.*সমস্যা: আম্রপালী জাতের আম গাছে মুকুল এসেছে কি করতে হবে?
*সমাধান: আম গাছে মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে ১ মিলি ফাইটার, ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে আবার, ফাইটার ১ মিলি , ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/02/29

 

77.*সমস্যা: আম গাছের গুটি ঝড়ে যায়। কি করতে হবে।
*সমাধান: আম গাছে মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে ১ মিলি ফাইটার, ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে আবার, ফাইটার ১ মিলি , ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/02/28

 

78.*সমস্যা: আম গাছের গুটি ঝড়ে যায়। কি করতে হবে।
*সমাধান: আম গাছে মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে ১ মিলি ফাইটার, ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে আবার, ফাইটার ১ মিলি , ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/02/27

 

79.*সমস্যা: আম গাছে মুকুল আসেনা, বয়স ২৫ বছর, কি করা যেতে পারে?
*সমাধান: আম গাছের বারতি কিছু ডাল কেটে দিতে হবে। এর পর বৈশাখ-জইষ্ঠ মাসে প্রতি গাছে ৭৫ গ্রাম ইউরিয়া, ১০০ গ্রাম টি এসা পি, ১০০ গ্রাম পটাশ, ৪০ গ্রাম বোরন সার প্রয়োগ করতে হবে।
Added: 2012/02/27

 

80.*সমস্যা: আম গাছের গুটি ঝড়ে যায়। কি করতে হবে।
*সমাধান: আম গাছে মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে ১ মিলি ফাইটার, ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে আবার, ফাইটার ১ মিলি , ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/02/27

 

81.*সমস্যা: আম গাছে মুকুল এসেছে, কি ওষুদ প্রয়োগ করলে ভালো ফলন দিবে।
*সমাধান: সাধারনত আম গাছ থেকে বেশি ফলন পাবার জন্য, গাছে মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে ১ মিলি ফাইটার প্লাস , ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে আবার, ফাইটার প্লাস ১ মিলি , ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/02/23

 

82.*সমস্যা: আম গাছের ডালে পোকা লাগার ফলে ডাল ভেংগে যাচ্ছে, কি করতে হবে।
*সমাধান: রিপকর্ড/ক্যারাটে, ১ মিলি/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
Added: 2012/02/23

 

83.*সমস্যা: আম গাছের ডালে কিরা ফুটো করে, পরে ডাল ভেঙ্গে যায় ।
*সমাধান: ক্যারাটে ২.৫ ই সি ১ মিলি / লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে ।
Added: 2012/02/22

 

84.*সমস্যা: আম গাছের ডালে কিরা ফুটো করে, পরে ডাল ভেঙ্গে যায় ।
*সমাধান: ক্যারাটে ২.৫ ই সি ১ মিলি / লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে ।
Added: 2012/02/22

 

85.*সমস্যা: আম গাছে মুকুল এসেছে, কি প্রয়োগ করতে হবে।
*সমাধান: মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে ১ মিলি ফাইটার প্লাস , ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে , ফাইটার প্লাস ১ মিলি , ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/02/20

 

86.*সমস্যা: আম গাছের মুকুলে কি কি ওষুধ দিতে হবে।
*সমাধান: মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে ১ মিলি ফাইটার প্লাস , ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে , ফাইটার প্লাস ১ মিলি , ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/02/19

 

87.*সমস্যা: আমের উচ্চ ফলনের জন্য কি করব ?
*সমাধান: ১ ম বার ফাইটার ১ গ্রাম ও আমকজিম ১ গ্রাম , ২ য় বার ফাইটার ১ গ্রাম ও এমকজিম ১ গ্রাম ও ফ্লোরা ২ গ্রাম দিতে হবে ।
Added: 2012/02/16

 

88.*সমস্যা: আমে পোকা । সমাধান কি ?
*সমাধান: মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে ১ মিলি ফাইটার প্লাস , ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে , ফাইটার প্লাস ১ মিলি , ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/02/16

 

89.*সমস্যা: আম বড় হয়ে ফেটে পচে যায় ।
*সমাধান: আম মটর দানার মত হলে ফ্লোরা ২০ গ্রাম ও সলুবর বোরন ১৫ গ্রাম / ১০ লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে ।
Added: 2012/02/16

 

90.*সমস্যা: আম গাছে মুকুল আসে কিন্তু ঝরে যায় ।
*সমাধান: মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে ১ মিলি ফাইটার প্লাস , ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে , ফাইটার প্লাস ১ মিলি , ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/02/16

 

91.*সমস্যা: আম গাছে মুকুল আসে কিন্তু ঝরে যায় ।
*সমাধান: মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে ১ মিলি ফাইটার প্লাস , ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে , ফাইটার প্লাস ১ মিলি , ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/02/15

 

92.*সমস্যা: আম গাছে ফুল আসে কিন্তু ফল ধরে না
*সমাধান: মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে ১ মিলি ফাইটার প্লাস , ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে , ফাইটার প্লাস ১ মিলি , ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/02/15

 

93.*সমস্যা: আমের মুকুল আসে না ।
*সমাধান: ১ গ্রাম ফাইটার + ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ গ্রাম / লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে ।
Added: 2012/02/15

 

94.*সমস্যা: আমের মুকুল এসেছে। কি করলে ফলন ভাল পাওয়া যাবে ।
*সমাধান: মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে ১ মিলি ফাইটার প্লাস , ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে , ফাইটার প্লাস ১ মিলি , ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/02/14

 

95.*সমস্যা: আম গাছে মুকুল আসে না। বয়স ৫ বছর । কি করব?
*সমাধান: আম গাছের কিছু ডাল পালা কেটে দিতে হবে, এর পর প্রতি গাছে ২ ডালি পচা গোবর, ৫০ গ্রাম, ৭৫ গ্রাম টি এস পি, ৭৫ গ্রাম পটাশ, ৩০ গ্রাম বোরন সার গাছের গোরা থেকে ১.৫ হাত দূরত্তে মাটি আলগা করে প্রয়োগ করতে হবে ও পরে সেচ দিতে হবে।
Added: 2012/02/12

 

96.*সমস্যা: আম গাছে মুকুল আসে না। বয়স ৫ বছর । কি করব?
*সমাধান: আম গাছের কিছু ডাল পালা কেটে দিতে হবে, এর পর প্রতি গাছে ২ ডালি পচা গোবর, ৫০ গ্রাম, ৭৫ গ্রাম টি এস পি, ৭৫ গ্রাম পটাশ, ৩০ গ্রাম বোরন সার গাছের গোরা থেকে ১.৫ হাত দূরত্তে মাটি আলগা করে প্রয়োগ করতে হবে ও পরে সেচ দিতে হবে।
Added: 2012/02/12

 

97.*সমস্যা: আম গাছে মুকুল আসে না ।
*সমাধান: আম গাছের হালকা কিছু ডাল পালা কেটে দিতে হবে। এর পর গোবর, সার, পরিমিত মাত্রায় প্রয়োগ করতে হবে।
Added: 2012/02/09

 

98.*সমস্যা: আম গাছের মুকুল এসেছে । এখন কি করব ?
*সমাধান: আম গাছে মুকুল আসার পর কিন্তু ফুল ফোটা আগে ১ গ্রাম, ফাইটার, ১ গ্রাম এমকোজিম, ২ গ্রাম ফ্লোরা/১লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে, এর পর ১০ দিন অন্তর অন্তর ২ বার অনুরূপ ওষুধ একই মাত্রায় প্রয়োগ করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/02/09

 

99.*সমস্যা: আমের মুকুল ভাল রাখার জন্য কি বিষ দিতে হবে ।
*সমাধান: মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে ১ মিলি ফাইটার প্লাস , ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে , ফাইটার প্লাস ১ মিলি , ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/02/09

 

100.*সমস্যা: আমের মুকুল আসছে না। কি করব ?
*সমাধান: মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে ১ মিলি ফাইটার প্লাস , ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে , ফাইটার প্লাস ১ মিলি , ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/02/09

 

101. *সমস্যা: আম গাছে মুকুল খুব কম । বয়স ৫ বছর । কি করব ?
*সমাধান: এবার আম তোলার পর গাছ প্রতি ২ ডালি পচা গোবর, ৫০ গ্রাম ইউরিয়া, ৭৫ গ্রাম টি এস পি ও পটাশ,
Added: 2012/02/09

 

102.*সমস্যা: গত বছর আমের ভিতর প্রচুর পোকা ছিল । এ বছর কি করব ?
*সমাধান: গাছে মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার আগে ফাইটার প্লাশ ১ গ্রাম, এমকোজিম ১ গ্রাম ও ফ্লোরা ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন পর পর ২ বার স্প্রে করতে হবে।
Added: 2012/02/06

 

103.*সমস্যা: আমের মুকুল প্রচুর আসে কিন্তু ঝরে যায় ।
*সমাধান: গাছে মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার আগে ফাইটার প্লাশ ১ গ্রাম ও ফ্লোরা ৩ মিলি/লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন পর পর ২ বার স্প্রে করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/02/05

 

104.*সমস্যা: আম গাছে মুকুল বের হয়েছে। এখন কি করব ?
*সমাধান: আম গাছে মুকুল আসার পর কিন্তু ফুল ফোটা আগে ১ গ্রাম, ফাইটার, ১ গ্রাম এমকোজিম, ২ গ্রাম ফ্লোরা/১লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে, এর পর ১০ দিন অন্তর অন্তর ২ বার অনুরূপ ওষুধ একই মাত্রায় প্রয়োগ করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/02/05

 

105.*সমস্যা: আম গাছের বাকল পোকা খেয়ে গাছ মারা যাচ্ছে । কি করব ?
*সমাধান: আম গাছের বাকল পরষ্কার করে তাতে ক্যারাটে ২.৫ ইসি, ১ মিলি/১লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
Added: 2012/02/05

 

106.*সমস্যা: আম গাছের মুকুল ঝরে যায়
*সমাধান: গাছে মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার আগে ফাইটার প্লাশ ১ গ্রাম ও ফ্লোরা ৩ মিলি/লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন পর পর ২ বার স্প্রে করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/02/02

 

107.*সমস্যা: আম গাছে মশার উপদ্রব ।
*সমাধান: ফাইটার প্লাশ ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে ৭ দিন পর পর ২ বার স্প্রে করতে হবে।
Added: 2012/02/02

 

108.*সমস্যা: আম গাছের মুকুল ঝরে যায়
*সমাধান: গাছে মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার আগে ফাইটার প্লাশ ১ গ্রাম ও ফ্লোরা ৩ মিলি/লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন পর পর ২ বার স্প্রে করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/02/02

 

109.*সমস্যা: আম গাছের পাতা পোকা কেটে দিচ্ছে ।
*সমাধান: ক্যারাটে ২.৫ ইসি, ১ মিলি/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে
Added: 2012/02/02

 

110.*সমস্যা: আমের মুকুল প্রচুর আসে কিন্তু আম ধরে না
*সমাধান: মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে ১ মিলি ফাইটার প্লাস , ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে , ফাইটার প্লাস ১ মিলি , ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
Added: 2012/02/01

 

111.*সমস্যা: আম গাছের ডাল শুকে যায় ।
*সমাধান: টিল্ট ২৫০ ইসি, ০.৫ মিলি/লিটার পানিতে মিশিয়ে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/02/01

 

112*সমস্যা: আম গাছে পোকা । মুকুল ঝরে পরে ।
*সমাধান: ভালো ফলোন পেতে মুকুল আসার ১ মাস পূর্বে , ফাইটার প্লাস ১ মিলি ও এমকজিম ১ গ্রাম / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । মুকুল আসার পর কিন্তু ফুল ভালো ফলোন পেতে মুকুল আসার ১ মাস পূর্বে , ফাইটার প্লাস ১ মিলি ও এমকজিম ১ গ্রাম / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে ১ মিলি ফাইটার প্লাস , ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে , ফাইটার প্লাস ১ মিলি , ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
Added: 2012/01/31

 

113.*সমস্যা: আম গাছের গায়ে পোকা হয়ে পরে সেখানে পোকা ধরে?
*সমাধান: প্রাউড ২৫ ইসি, ১ মিলি / লিটার পানিত মিশিয়ে স্প্রে করতে হবে, ধন্যবাদ।
Added: 2012/01/31

 

114.*সমস্যা: আমের বোটা শুকায়ে যায়, রস নাই মনেহয়, কি করতে পারি?
*সমাধান: ফ্লোরা ৩ মিলি/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে, ধন্যবাদ।
Added: 2012/01/31

 

115.*সমস্যা: আম বড় হয়ে ঝড়ে যায়, খাবার উপযোগী হওয়ার আগের পোকা ধরে নষ্ট হয়ে যায়,
*সমাধান: আম গাছে মুকুল আসার পর ১ গ্রাম ফাইটার, ২ গ্রাম ফ্লোরা / লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/01/31

 

116.*সমস্যা: আম গাছে মুকুল আটকায় না ।
*সমাধান: ভালো ফলোন পেতে মুকুল আসার ১ মাস পূর্বে , ফাইটার প্লাস ১ মিলি ও এমকজিম ১ গ্রাম / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । মুকুল আসার পর কিন্তু ফুল ভালো ফলোন পেতে মুকুল আসার ১ মাস পূর্বে , ফাইটার প্লাস ১ মিলি ও এমকজিম ১ গ্রাম / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে ১ মিলি ফাইটার প্লাস , ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে , ফাইটার প্লাস ১ মিলি , ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ধন্
Added: 2012/01/31

 

117.*সমস্যা: আম গাছে উই পোকার আক্রমণ ।
*সমাধান: ক্যারাটে / রিপকর্ড – অনুমোদিত মাত্রায় প্রয়োগ করতে হবে।
Added: 2012/01/29

 

118.*সমস্যা: আম গাছে মুকুল এসেছে । এখন কি ওষুধ দিব ?
*সমাধান: ভালো ফলোন পেতে মুকুল আসার ১ মাস পূর্বে , ফাইটার প্লাস ১ মিলি ও এমকজিম ১ গ্রাম / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে ১ মিলি ফাইটার প্লাস , ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে , ফাইটার প্লাস ১ মিলি , ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/01/29

 

119.*সমস্যা: আমের গাছের পাতায় গুটি গুটি হয়ে পোকা লাগার মত হয়ে যাচ্ছে ।
*সমাধান: সম্ভব হলে আক্রান্ত পাতাগুলো ছিড়ে ফেলতে হবে। এর পর ভার্মিটেক, ১.২৫ এম এল/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করত হবে, ধন্যবাদ।
Added: 2012/01/29

 

120.*সমস্যা: আম গাছে মুকুল আসার পর কি ওষুধ দিব ?
*সমাধান: আম গাছে মুকুল আসার ১ মাস পূর্বে , ফাইটার প্লাস ১ মিলি ও এমকজিম ১ গ্রাম / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে ১ মিলি ফাইটার প্লাস , ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে , ফাইটার প্লাস ১ মিলি , ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ধন্যবাদ।
Added: 2012/01/29

 

121*সমস্যা: আমের গছে অনেক পিঁপড়া ।
*সমাধান: রিপকর্ড / ক্যারাটে অনুমোদিত মাত্রায় প্রয়োগ করত হবে,
Added: 2012/01/29

 

122*সমস্যা: আম গাছে মুকুল ঝরে যায় । শিম গাছে পোকা ফল ছিদ্র করে। গরু খায় না , ভরে না । প্রতিকার কি ?
*সমাধান: মুকুল আসার ১ মাস পূর্বে , ফাইটার প্লাস ১ মিলি ও এমকজিম ১ গ্রাম / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে ১ মিলি ফাইটার প্লাস , ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে , ফাইটার প্লাস ১ মিলি , ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে ।শিম গাছে পোকা ফল ছিদ্র করার জন্য প্লাটিনাম ২০ এস পি ২ গ্রাম / ১০ লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে । গরুর জন্য স্থানীয় পশু সম্পদ হাসপাতালে নিয়ে যেতে হবে ।
Added: 2012/01/24

 

123.*সমস্যা: ১০ বছর বয়সী আম গাছে মঞ্জুরি আসে কিন্তু আম আসে না ।
*সমাধান: ফাইটার ১ গ্রাম , এমকোজিম ১ গ্রাম , ফ্লোরা ২ গ্রাম / লিটার পানিতে মিশিয়ে ৩ বার দিতে হবে ।
Added: 2012/01/23

 

124.*সমস্যা: আমের ভিতরে পোকা হয় ।
*সমাধান: মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে কট / ফাইটার প্লাস – ১ মিলি/ লিটার পানি, এমকজিম -১ গ্রাম / লিটার পানি , ফ্লোরা – ২ মিলি / লিটার পানি মিশিয়ে প্রয়োগ করতে হবে ।
Added: 2012/01/23

 

125.*সমস্যা: ১০ বছর বয়সী আম গাছে মঞ্জুরি আসে কিন্তু আম আসে না ।
*সমাধান: ফাইটার ১ গ্রাম , এমকোজিম ১ গ্রাম , ফ্লোরা ২ গ্রাম / লিটার পানিতে মিশিয়ে ৩ বার দিতে হবে ।
Added: 2012/01/23

 

126.*সমস্যা: আম গাছে মুকুল আসার পর আমের বয়স ১ মাস হবার আগেই আম ফেটে যায়,এবং ঝরে পড়ে যায়
*সমাধান: – মুকুল আসার ১ মাস পূর্বে , ফাইটার প্লাস ১ মিলি ও এমকজিম ১ গ্রাম / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে ১ মিলি ফাইটার প্লাস , ১ গ্রাম এমকোজিম ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আম গুটি দানার মত হলে , ফাইটার প্লাস ১ মিলি , প্রাউড ২ মিলি ও ফ্লোরা ২ মিলি / লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে ।
Added: 2012/01/22

 

127.*সমস্যা: আম গাছে কি কি ভিটামিন দেয়া যাবে।
*সমাধান: ১. কট/ফাইটার প্লাস, ১ গ্রাম/লি. পানি, ২. এমকজিম ১ গ্রাম / লি পানি, ৩. ফ্লোরা – ২ এম এল / লি পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
Added: 2011/12/14

 

128.*সমস্যা: আম গাছে কি কি ভিটামিন দেয়া যাবে।
*সমাধান: ১. কট/ফাইটার প্লাস, ১ গ্রাম/লি. পানি, ২. এমকজিম ১ গ্রাম / লি পানি, ৩. ফ্লোরা – ২ এম এল / লি পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
Added: 2011/12/14

129.*সমস্যা: বড় আমের চারা উঠিয়ে লাগানো হয়েছে কিন্তু মারাগেছে। আমি এখন কি করবো।
*সমাধান: সে যায়গায় আর ও একটি চারা লাগাতে পারেন, তবে সাধারনত বড় চারা স্থানান্তরের সময় বেস কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন- গাছ মাটিতে থাকা অবস্থায় প্রথমে এক পাশের মূল কেটে দিতে হবে, পরে বেশ কিছু দিন পরে অন্য পাশের মূল কেটে দিয়ে খুব সাবধানে গাছ তোলার ৮-১০ দিন শীতল যায়গায়ই রাখার পর গাছ লাগাতে হবে।

 

নিউজটি আমাদের নিজস্ব না। এটির সকল কৃতিত্ব ও স্বত্ত শুধুমাত্র  https://baisc.wordpress.com

Published in ব্লগ
Page 7 of 13