x 
Empty Product

কোথায় আম রাখতে হবে ?

User Rating:  / 0
PoorBest 

সাধারণত দেখা যায়, গাছ থেকে আম পেড়ে শুধু পাকারে গাছের তলায় আম রাখা হয়। এতে আমের গুণাগুণ অনেকাংশে নষ্ট হয়ে যায়। আবার ঠাসাঠাসি করে আম পাত্রে বা বস্তায় ভর্তি করা উচিত নয়।

সাধারণত দেখা যায়, গাছ থেকে আম পেড়ে শুধু পাকারে গাছের তলায় আম রাখা হয়। এতে আমের গুণাগুণ অনেকাংশে নষ্ট হয়ে যায়। আবার ঠাসাঠাসি করে আম পাত্রে বা বস্তায় ভর্তি করা উচিত নয়।

আম সংগ্রহের পর অল্প অল্প করে কাঠের প্যাকিং বা*, কাগজের কার্টুন, বাঁশের ঝুড়ি বা প্লাষ্টিকের তৈরি বা* ব্যবহার করে পরিবহণের জন্য প্রস্তুত করতে হয়। যাত কম পাত্র বা পরিবহণের জন্য কম যানবাহন বদল বা ব্যবহার করা হবে আমের জন্য ততই ভাল। আম পাড়ার পর তাপ থেকে রক্ষা করার নজ্য আপাতত গাছের ছায়াতেই আম রাখা উত্তম।

Leave your comments

0
terms and condition.
  • No comments found