x 
Empty Product

নাচোলে ৫’শ বছরের পুরণো তেঁতুল গাছ (ভিডিও)

User Rating:  / 0
PoorBest 

নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের গুড়লা গ্রামে প্রায় ৫’শ বছরের অতি প্রাচী তেঁতুর গাছ এর অস্তিত্ব রয়েছে। প্রাচীন এ তেঁতুল গাছটি ঐ ইউনিয়নের শুড়লা গ্রামের, শুড়লা মৌজায় ১ নং খতিানবূক্ত ৫০২

নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের গুড়লা গ্রামে প্রায় ৫’শ বছরের অতি প্রাচী তেঁতুর গাছ এর অস্তিত্ব রয়েছে। প্রাচীন এ তেঁতুল গাছটি ঐ ইউনিয়নের শুড়লা গ্রামের, শুড়লা মৌজায় ১ নং খতিানবূক্ত ৫০২

নং হা দাগে অবস্থিত। এর উচ্চতা প্রায় দেড় হতে পৌনে দু’শ ফুট এবং প্রায় ১০ কাঠা জমি বেষ্টিত। গত ক বছর ধওে ঐ গাছটির পরিচর্যা করা হচ্ছে। গাছটির গোড়া ইট সিমেন্টের গাথুনি দিযে বেধে দেয়া হয়েছে। স্থানটি পক্ষিকুলের অভয়াশ্রম হিসেবেও পরিচিত। এখনো গাছটিতে তেঁতুল ধওে থাকে। হিন্দু ধর্মবলম্বীরা গাছের নিচে পূজা অর্চনা কওে থাকে। প্রতিদিন শত শত মানুষ বর্তমানে এ গাছটি দেখতে আসে। সাবেক জেলা প্রশাসক মোঃ নুরুল হক জেলা প্রশাসনের পক্ষ হতে গাছটি সংরক্ষণের জন্য একটি বিজ্ঞপ্তিমূলক সাইন বোর্ড স্থাপন করেছেন।

 

Leave your comments

0
terms and condition.
  • No comments found