অঙ্গজ পদ্ধতিতে বংশ বৃদ্ধি
- Published Date
- Written by Super Admin
- Hits: 10697
আমগাচের অঙ্গজ পদ্ধতিতে বা অযৌন পদ্ধতিতে বংশ বৃদ্ধি বহু প্রাচীন কাল থেকেই চলে আসছে। ঐতিহাসিকগণের ধারণা, বিহারের দ্বারভাঙ্গায় সম্রাট আকবরের পৃষ্ঠপোষকতায় পৃথিবীর সর্ববৃহৎ
আমগাচের অঙ্গজ পদ্ধতিতে বা অযৌন পদ্ধতিতে বংশ বৃদ্ধি বহু প্রাচীন কাল থেকেই চলে আসছে। ঐতিহাসিকগণের ধারণা, বিহারের দ্বারভাঙ্গায় সম্রাট আকবরের পৃষ্ঠপোষকতায় পৃথিবীর সর্ববৃহৎ
যে আমবাগানটি স্থাপিত হয়েছিল (ষোড়শ শতকের শেষে) সেটি লখবাগ বলে খ্যাত। এখানকার আমগাছগুলো প্রাথমিকভাবে যৌন পদ্দতি বা সরাসরি বীজ থেকেই উৎপাদিত হয়েছিল। লক্ষ আমগাছের মধ্যে নিঃসন্দেহে শতাধিক আমগাছ ছিল অতি উৎকৃষ্ট শ্রেণীর। এই বাগানের রক্ষক, মালি, কিম্বা বাগান বিশেষজ্ঞদের দ্বারাই প্রথম অঙ্গজ পদ্ধতি বা কলম করার কৌশল উদ্ভাবিত হয়েছিল। সেই বাগানের ভাল ভাল জাতের আমগাছ তেকে হাজার হাজার কলমের চারা সারা ভরতবর্ষের আমবাগানগুলোতে ছড়িয়ে যায়। আর এ ভাবেই ভারতবর্ষে উৎকৃষ্ট জাতের আমের অঙ্গজ বংশবৃদ্ধি সম্ভব হয়েছিল বলে বিশেষজ্ঞ এবং ইতিহাসবিদগণ ধারণা করেন। ইদানিং অঙ্গজ পদ্ধতি বা চারা কলম থেকে আমগাছের বংশ বৃদ্ধির বিষয়টি অত্যন্ত জনপ্রিয়। তবুও বলা যায়, এই দেশে আমের প্রধান উৎপাদন এলাকাগুলো ব্যতীত সমগ্র বাংলাদেশে এখন অবধি বীজ থেকেই গাছের বংশ বৃদ্ধি বা যৌন পদ্ধতিতেই বংশ বৃদ্ধি হয়ে চলেছে। যে কারণে এদেশের বেশিরভাগ এলাকার আম চুকা বা টক এবং পোকা নামে পরিচিতি লাভ করেছে। আমগাছের অঙ্গজ বংশবৃদ্ধি বেশ কয়েকটি পদ্ধতিতে করা যেতে পারে।
Comments
- No comments found
ফজলি আপডেট
- গৌড় নগরীর জন্ম
- গৌড় নগরীর শেষ পরিনতি
- সকল হাফিজ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ৫০% ফ্লাট মুল্যছাড়
- দাওয়াত ও তাবলীগের মেহনতে একাধারে তিন চিল্লা দিয়েছেন এমন পরিবারের জন্য পরিবারের জন্য কুরিয়ার খরচ ফ্রি
- হাফিজ ও আলেম পরিবারের জন্য কুরিয়ার ফ্রি
- সাল লাগানো আলেম পরিবারের পরিবারের জন্য কুরিয়ার ও প্যাকেজিং খরচ ফ্রি
- সরকারী মেডিক্যাল কলেজ এর সকল শিক্ষক ও ছাত্রদের জন্য ১০% ফ্লাট মুল্যহ্রাস
- সকল হাফিজ পরিবারের জন্য প্যাকেজিং খরচ ফ্রি
- সকল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য কুরিয়ার খরচ ফ্রি
- মাদ্রাসা পড়ুয়া সকল ছাত্রদের পরিবাবের জন্য ১০% মুল্যহ্রাস
- প্রতিবন্ধী পরিবারের জন্য কুরিয়ার ও প্যাকেজিং খরচ ফ্রি
- ঢাকায় অবস্থানরত মুক্তিযোদ্ধা পরিবারের জন্য হোম ডেলিভারি ফ্রি
- চিল্লায় সফরে আছেন এমন পরিবারের জন্য হোম ডেলিভারি ফ্রি
- আমাদের পুরানো গ্রাহকদের জন্য ৳২০০ টাকা ইনস্ট্যান্ড ক্যাশব্যাক

Leave your comments