x 
Empty Product

চারা গাছের মুকুল

User Rating:  / 0
PoorBest 

এমন অনেক কলমের গাছ রয়েছে যেগুলোতে প্রথম বছরেই মুকুল আসে। আবার এমন অনেক অপরিণত চারাগাছ রয়েছে যেগুলো মুকুলিত হতে পারে। এই গাছগুলোর মুকুল ভেঙ্গে দিতে হবে। এ কাজটি না করলে চারা

এমন অনেক কলমের গাছ রয়েছে যেগুলোতে প্রথম বছরেই মুকুল আসে। আবার এমন অনেক অপরিণত চারাগাছ রয়েছে যেগুলো মুকুলিত হতে পারে। এই গাছগুলোর মুকুল ভেঙ্গে দিতে হবে। এ কাজটি না করলে চারা

গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হবে। গাছের মজবুদ কাঠামো আর গড়ে উঠবে না। এ ধরনের গাছ থেকে ভবিষ্যতে বেশি ফল আশা করা বৃথা। এজন্য সব সময় চারাগাছের বয়স ৩ থেকে ৪ বছর পূর্ণ হবার আগেই যদি ফুল আসে সেগুলো ভেঙ্গে ফেলতে হবে। অনেকে শখের বসে ফুলগুলো না ভেঙ্গে অপরিণত গাছের ফল দেখতে ভালবাসেন। শখ এবং বাস্তবতা এক নয়। মনে রাখতে হবে, একটি ভাল আমের গাছ তিন প্রজন্মকে ফলের যোগান দিয়ে যাবে।

Leave your comments

0
terms and condition.
  • No comments found