x 
Empty Product

আমের চারা উৎপাদন

User Rating:  / 1
PoorBest 

আমের আঁটি ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে অঙ্কুরোদগম ক্ষমতা হারিয়ে ফেলে। এ কারণে রোগমুক্ত পাকা আম থেকে আঁটি সংগ্রহ করে সাত দিনের মধ্যে প্রথম বীজতলায় ঘন করে বিছিয়ে ৫ .সে. মি. পুরু মাটি দিয়ে ঢেকে দিতে হয়।

আমের আঁটি ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে অঙ্কুরোদগম ক্ষমতা হারিয়ে ফেলে। এ কারণে রোগমুক্ত পাকা আম থেকে আঁটি সংগ্রহ করে সাত দিনের মধ্যে প্রথম বীজতলায় ঘন করে বিছিয়ে ৫ .সে. মি. পুরু মাটি দিয়ে ঢেকে দিতে হয়।

বীজ তলার মাটিতে অবশ্যই রস থাকতে হবে, তবে কোনো অবস্থাতেই পানি দাঁড়াবে না। প্রথমে আঁটি পরীক্ষা করে নিতে হবে। যেসমস্ত আঁটি পানির মধ্যে ডুবে যাবে সেগুলোতে অঙ্কুরোদগম ক্ষমতা রয়েছে কলে ধরে নিতে হবে। সেসকল আঁটি পানিতে ভাসবে সেগুলো বীজতলার জন্য অনুপযুক্ত। বীজ অঙ্কুরিত হবার পরপরই চারা দ্বিতীয় বীজতলায় স্থাপন করতে হবে। চারা বেডে বা পলিব্যাগে রোপণের পর ঘন ঘন পানি সেচ দিতে হবে। যেসকল চারার গঠন বিকৃত বা পাতা সাদাটে হয়ে যায়, সেগুলো তাৎক্ষণিকভাবে সরিয়ে পুড়িয়ে ফেলতে হবে। প্রথম চারা থেকে তামাটে বর্ণের কচি পাতা বের হবার পর এক বছর বয়সী চারা কলম করার জন্য সবচেয়ে উপযুক্ত। এছাড়া বিচ্ছিন্নভাবে অপরিকল্পিত অবস্থায় অনেকটা অজান্তেই আঁটি থেকে চারা গজিয়ে বেশ সুন্দর চেহারা নিয়ে বাড়ির পেছনে কিম্বা আশেপাশে নিজের অবস্থান জানান দেয়। এগুলোর মধ্যেও অনেকগুলো ভাল কলম করার জন্য উপযোগী।

Leave your comments

0
terms and condition.
  • No comments found