x 
Empty Product

আমাদের কথা

User Rating:  / 2
PoorBest 

আম, আমের পরিচয় গুনাবলী, ভালো আমের গুণগত মান চেনার উপায়, কেমিক্যালকর্বাইডের অপব্যাবহার রোধ, আমগাছ রোপণ পরিচর্চা, সঠিক উপায়ে আম সংগ্রহ ও প্রাকৃতিক উপায়ে আম সংরক্ষন , চাঁপাই নবাবগন্জের ঐতিহ্য ও আম বাগান কে ঘিরে পর্যটন সম্ভাবনাকে সবার কাছে তুলে ধরাই আমাদের মুল লক্ষ।

 

 

 

এটি একটি কেমিক্যাল ও কার্বাইড মুক্ত আমের ব্রান্ড নাম। নিজস্ব গাছ থেকে সংগৃহিত কেমিক্যাল ও কার্বাইড মুক্ত আমের প্যাকেটজাত সরাবরাহ এর মুল লক্ষ। 

আমের মৌসুমে প্রিয়জন কে আম উপহার দাওয়া আমদের ঐতিহ্যের সামিল। বাগানের সুন্দর পাকা মিষ্টি আমগুলোকে সুন্দর প্যাকেটে আপনার প্রিয়জনের কাছে পৌছে দিতে আমরা তৈরি।


 

 

দেশের যে  কোন শহরে যে  কোন ঘরে চাঁপাই নবাবগন্জের আম পৌছে দেওয়া।


 

 

 

নিজ হাতে আম গাছ থেকে পাকা আম পেড়ে যত খুসি খাওয়া ও আমের দেশে আম বাগানে নিরাপদে রাত কাটানোর সুজোগ।

আম বাগান করতে চান? আমার আছি তো! চাঁপাইয়ের আমে সাজাবো আপনার বাগান।আপনি শুধু ইচ্ছা করুন, সব দায়িত্ব আমাদের।

এক ঘরে সব আম, সারা বছর।বিশেষ ভাবে সংরক্ষিত সকল জাতের আম সারা বছর সংরক্ষিত থাকবে আমাদের ঘরে। আর আপনার জন্য আমাদের দরজা সবসময় খোলা।আমের দেশে আসবেন আর আম জাদুঘর দেখবেন না তা কি হয়?

 

 

 

২০১২ সালে যাত্রা শুরু হলেও গত ১২ই ফেব্রুয়ারী ২০১৩ সালে Fozli.com এর মাধ্যমে ই-সেবা দিয়ে যাচ্ছি। প্রাথমিক পর্যায়ে আমরা শুধুমাত্র প্যাকেট জাত আম সরাবরাহ করছি। শিঘ্রই আম যাদুঘর, পর্যটন ক্যাম্প সহ অন্যান্য সুবিধাগুলো চালু হবে ইনশাআল্লাহ..

 

 

 

 

Leave your comments

0
terms and condition.
  • No comments found