x 
Empty Product

চারা নির্বাচন

User Rating:  / 0
PoorBest 

আমবাগান তৈরির জন্য আমের জাত নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের প্রয়োজনে অথবা বাজারজাত করার জন্য কোনো কোনো জাতের চাহিদা বেশি। গুণগত মান ভাল এবং বাজার মূল্য বেশি, এ সকল বিষয়

আমবাগান তৈরির জন্য আমের জাত নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের প্রয়োজনে অথবা বাজারজাত করার জন্য কোনো কোনো জাতের চাহিদা বেশি। গুণগত মান ভাল এবং বাজার মূল্য বেশি, এ সকল বিষয়

বিবেচনায় এনে জাত নির্বাচন করতে হয়। আমাদের দেশের উৎকৃষ্ট আমের জাতগুলোর মধ্যে ফজলী, ল্যাংড়া, ক্ষিরসাপাত, গোপালভোগ, রাণীপছন্দ, হিমসাগর, আশ্বিনা এগুলো অন্যতম। এই আমগুলো পাকলে রঙিন হয় না, যে কারণে বিদেশে তেমন চাহিদা না থাকলেও দেশের মধ্যে এ আমগুলোর সীমাহিন চাহিদা রয়েছে। এ কারণেই বাগানে এই জাতের আম বেশি থাকলে লাভবান হওয়া যাবে। ভবিষ্যতে বাংলাদেশ বিদেশে আম রপ্তানি শুরু করলে বারি আম-২ (লক্ষণভোগ) বেশি চাষ করে লাভবান হওয়া যাবে। কারণ এই আমটি রঙিন এবং হালকা মিষ্টি যে কারণে বিদেশে এর চাহিদা অত্যন্ত বেশি। প্রতি বচর ফল দিতে সক্ষম বারি আম-২, বরি আম-২, বারি আম-৩ ও বারি আম-৪ রোপণ করলেও লাভবান হওয়া যাবে।

ভাল বাগান তৈরির জন্য আমের চারা নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুস্থ্য সবল ও রোগমুক্ত চারা রোপন করতে হবে। অঙ্গ বিকৃত চারা নির্বাচন করতে নেই। সোজা চারা যার উচ্চতা ৪-৫ ফুট এবং ২-৩টি ডালবিশিষ্ট এগুলোই বাগানে রোপণের জন্য উত্তম। বীজের চারা লাগানো উচিত নয়। কারণ এতে মাতৃগুণ বজায় থাকে না। বিশ্বস্ত প্রতিষ্ঠান বা সরকারি নার্সারি থেকে চারা সংগ্রহ করা সবচেয়ে ভাল।

Leave your comments

0
terms and condition.
  • No comments found