আম পাড়ার সময় লক্ষনীয়
- Published Date
- Written by Super Admin
- Hits: 10555
ক) সঠিকভাবে পুষ্টতা (পোক্ত) নির্ধারণ করে আম পড়ার কাজ শুরু করতে হবে। বেশিরভাগ আমের পুষ্টতা এলেই আম পাড়তে হবে। আমগাছ কিন্তু একই সময়ে সব মুকুল আসে না।
ক) সঠিকভাবে পুষ্টতা (পোক্ত) নির্ধারণ করে আম পড়ার কাজ শুরু করতে হবে। বেশিরভাগ আমের পুষ্টতা এলেই আম পাড়তে হবে। আমগাছ কিন্তু একই সময়ে সব মুকুল আসে না।
অন্তত ১০-১৫ দিনের ব্যবধানে সম্পুর্ণ মুকুল আসে এবং প্রস্ফুটিত হয়। স্বাভাবিকভাবে একটি আম গাছ থেকে এক দিনেই সব আম পাড়তে নেই। এতে যেগুলো পুষ্ট হয়েছে সেগুলো পাড়ার পর পর্যায়ক্রমে সব আম পাড়তে হবে।
খ) গাছের ডগা মোচড়ানো, আম মাটিতে ফেলে দেয়া, আমের গায়ে আঘাত, ধুলামাটি ও সূর্যের তাপ লাগানো এসব বিষয়ে দৃষ্টি রেখে যতদুর সম্ভব পরিহার করতে হবে।
গ) আম পাড়ার উপযুক্ত সময় সকালবেলা। কারণ, তখন আবহাওয়া ঠাণ্ডা থাকে। বৃষ্টিবাদলের সময় আম পাড়লে পানিতে আমের গুণাগুণ নষ্ট হয়ে যায়।
ঘ) আম সংগ্রহের পর বেশিক্ষণ গাছের নিচে রেখে দেয়া যাবে না। বাতাসে ভাসমান রোগের জীবাণু বোঁটায় আঠায় এসে পড়ে, ফলে আম বোঁটা পচা রোগে আক্রান্ত হয়।
ঙ) ২-৩ সে.মি. বোঁটাসহ আম পাড়লে বোঁটা পচা রোগ থেকে আমকে মুক্ত রাখা সম্ভব। তবে এটি কেবল ছোট গাছ হলে সম্ভব। উন্নত দেশসমূহে যান্ত্রিক ট্রলিতে উঠে এ কাজটি করা হচ্ছে। অবশ্য ব্রাজিল, ফ্লোরিডা, পাকিস্তান, ভারতের বিভিন্ন এলাকায়, থাইল্যান্ডে বড় বড় আমগাছ তৈরি হচ্ছে। ফলে আম সংগ্রহ করাও সহজ হচ্ছে।
চ) আম সংগ্রহের আগে ১৫-২০ দিনের মধ্যে আমগাছ কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করা যাবে না।
ছ) পুষ্ট আম পেতে হলে এবং বাজারজাতকরণের সুবিধার জন্য একটি গাছ থেকে কয়েক দফায় আম পাড়া উচিত।
Comments
- No comments found
ফজলি আপডেট
- গৌড় নগরীর জন্ম
- গৌড় নগরীর শেষ পরিনতি
- সকল হাফিজ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ৫০% ফ্লাট মুল্যছাড়
- দাওয়াত ও তাবলীগের মেহনতে একাধারে তিন চিল্লা দিয়েছেন এমন পরিবারের জন্য পরিবারের জন্য কুরিয়ার খরচ ফ্রি
- হাফিজ ও আলেম পরিবারের জন্য কুরিয়ার ফ্রি
- সাল লাগানো আলেম পরিবারের পরিবারের জন্য কুরিয়ার ও প্যাকেজিং খরচ ফ্রি
- সরকারী মেডিক্যাল কলেজ এর সকল শিক্ষক ও ছাত্রদের জন্য ১০% ফ্লাট মুল্যহ্রাস
- সকল হাফিজ পরিবারের জন্য প্যাকেজিং খরচ ফ্রি
- সকল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য কুরিয়ার খরচ ফ্রি
- মাদ্রাসা পড়ুয়া সকল ছাত্রদের পরিবাবের জন্য ১০% মুল্যহ্রাস
- প্রতিবন্ধী পরিবারের জন্য কুরিয়ার ও প্যাকেজিং খরচ ফ্রি
- ঢাকায় অবস্থানরত মুক্তিযোদ্ধা পরিবারের জন্য হোম ডেলিভারি ফ্রি
- চিল্লায় সফরে আছেন এমন পরিবারের জন্য হোম ডেলিভারি ফ্রি
- আমাদের পুরানো গ্রাহকদের জন্য ৳২০০ টাকা ইনস্ট্যান্ড ক্যাশব্যাক

Leave your comments