x 
Empty Product

Rajshahi Mango

আম নিয়ে সরগরম রাজশাহী। তবে, এক শ্রেণীর সুবিধাবাদি ব্যবসায়ী বেশি লাভের আশায় আমে মেশাচ্ছেন ক্ষতিকর ওষুধ। এতে একদিকে আম নিয়ে সংশয়ে পড়ছে ক্রেতারা, সেই সঙ্গে রাজশাহীর আম নিয়ে তৈরি হচ্ছে নানা বদনাম।

রাজশাহী ও চাঁপাইয়ের আমের সুনাম দেশজুড়ে। এ এলাকা থেকে শত শত ট্রাক আম প্রতিদিনই যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। একারণে আম চাষের সঙ্গে জড়িতদের এখন দম ফেলার সময় নেই।
পুরানো খ্যাতিকে কাজে লাগিয়ে এক শ্রেণীর ব্যবসায়ী বেশি লাভের আশায় আমে ব্যহার করছে কেমিক্যাল। অপরিপক্ক আম পাকানো ও আমের সৌন্দর্য্য বাড়াতে  কার্বাইড ও ইথ্রিল ছাড়াও ব্যবহার করা হচ্ছে নানান ধরনের ওষুধ।

রাজশাহীর বাগানগুলোর ফজলি সবে পাক ধরেছে। অথচ ঢাকার বাজারে বেশ কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছে পাকা ফজলি। যার অধিকাংশই কৃত্রিমভাবে পাকানো।  রাজশাহীর জেলা প্রশাসন মোহাম্মদ মেজবাহ উদ্দীন অবশ্য এ নিয়ে মোটেই উদ্বিগ্ন নয়।

অভিজ্ঞজনেরা বলছেন, কেমিক্যাল মুক্ত আম পেতে হলে দোকানের থরে থরে সাজানো আকর্ষণীয় রং আর নজর কাড়া সৌন্দর্যের আমগুলো থেকে দূরে থাকাই নিরাপদ।