x 
Empty Product

চারা রোপণ দূরত্ব

User Rating:  / 0
PoorBest 

রোপণ দূরত্ব নির্ভর করে আমের জাতের উপর। দ্রুত বর্ধনশীল আমের জাত বা বড় আকৃতির গাছ হলে (ফজলী আম বা রাণীপছন্দ, কোহিতুর) সাধারণত ১২ মিটার বা ৪০ ফুট দূরত্বে রোপণ করতে হয়।

রোপণ দূরত্ব নির্ভর করে আমের জাতের উপর। দ্রুত বর্ধনশীল আমের জাত বা বড় আকৃতির গাছ হলে (ফজলী আম বা রাণীপছন্দ, কোহিতুর) সাধারণত ১২ মিটার বা ৪০ ফুট দূরত্বে রোপণ করতে হয়।

এই দূরত্বে গাছ লাগালে এক বিঘা (৩৩ শতাংশ) জমিতে ৯টি গাছ লাগানো সম্ভব। মধ্যম আকৃতির গাছ হলে ১০ মিটার বা প্রায় ৩৫ ফুট দূরত্বে চারা রোপণ করা যেতে পারে। এই দূরত্বে অনুসরণ করলে প্রতি বিঘায় ১৩-১৪টি গাছ লাগানো সম্ভব। গোপালভোগ, ক্ষিরসাপাত জাতীয় গাছ। খাটো আকৃতির জাত যেমন আম্রপালি, বারি আম-৪ এ সকল আমের চারা ৪ থেকে ৬ মিটার দুরত্বে রোপণ করা যেতে পারে। এই দূরত্ব অনুসরণ করলে এক বিঘা জমিতে প্রায় ৪৫টি গাছ লাগানো সম্ভব।

Leave your comments

0
terms and condition.
  • No comments found