x 
Empty Product
Monday, 24 September 2018 06:38

এবার দেখা যাবে বেগুনি রঙের আম

Written by 
Rate this item
(0 votes)

এবার দেখা যাবে বেগুনি রঙের আম!

 

এক্সক্লুসিভ ডেস্ক: ফলের রাজা আম দেখলে লোভ জাগে না এমন মানুষ কমই আছে। সবুজ, হলুদ ও লাল রঙেই দেখে থাকি আমরা। তবে এবার দেখা যাবে আমকে বেগুনি রঙে।

 

ভারতের পুরুলিয়ার আদ্রা শহরের অরবিন্দ পল্লীর এক বাড়িতে দেখা গেছে এ প্রজাতির আম। এছাড়া কয়েক বছর ধরেই ভারতের কয়েকটি রাজ্যে এই আমের চাষ করা হচ্ছে।

 

দেখতে কিছুটা ফজলি আমের মতো এই আম খেতে ও অনেক সুস্বাদু। বিরল প্রজাতির এই আমের চারা লাগাতে আগ্রহী ও হচ্ছেন অনেকেই। এছাড়া বিচিত্র এই আমের ছবি তুলতেও জমেছে ভীড়। রীতিমতো সুন্দর এই প্রজাতির আম গাছ নিয়ে গর্ব করছে গোটা এলাকার মানুষ।

 

ড্ডা গ্রামের এক বাসিন্দা আমিয় কোঙার জানান, ৪ বছর আগে তিনি এক বিক্রেতার কাছ থেকে কিনে নেন এই আমের চারা। সেই গাছটি বড় হলে বেগুনি রঙের আম স্থানীয় সকলের নজরে আসে। এমনকি স্বাদে অন্য আমকে ও টেক্কা দিতে প্রস্তুত এই প্রজাতির আম।

অন্যান্য আমের মতোই কাঁচা অবস্থায় এই আমগুলো সবুজ রঙের হলেও, ধীরে ধীরে এরা রঙ পাল্টে বেগুনি রঙ ধারণ করতে থাকে। পাকা অবস্থায় আবার টুকটুকে লাল রঙ। অর্থাৎ মৌসুমে তিনবার এই প্রজাতির আম রং বদলাতে পারে। এই প্রজাতির আমের ফলন ও বেশ ভালো ।

 

উদ্ভিদবিদ অরুপ চৌধুরী জানান, ‘ব্রাজিল ও ব্রিসবেনে বেগুনি রঙের পামার ফল দেখতে পাওয়া যায়। কী কারণে এই আমের রং বেগুনি হচ্ছে, সেটি বলা মুশকিল’।

Read 4845 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.