আম চচ্চড়ি (ভিডিও)
- Published Date
- Written by Super Admin
- Hits: 3905
উপকরণ : ৩টি মাঝারি আকারের কাঁচা আম (পাতলা করে কাটা।), ৪টি কাঁচামরিচ, ২টি পেঁয়াজ, ১টি রসুন, হলুদ আন্দাজমতো, তেল ১ টেবিল চামচ, লবণ স্বাদমত।
উপকরণ : ৩টি মাঝারি আকারের কাঁচা আম (পাতলা করে কাটা।), ৪টি কাঁচামরিচ, ২টি পেঁয়াজ, ১টি রসুন, হলুদ আন্দাজমতো, তেল ১ টেবিল চামচ, লবণ স্বাদমত।
প্রণালী : কাটা আমগুলো সব মসলা আর তেল দিয়ে মাখতে হবে। সঙ্গে একটু পানি দিয়ে মাখতে হবে। এরপর অল্প জ্বালে বসিয়ে ঢেকে দিতে হবে। ৫ মিনিট রাখতে হবে। এর মাঝে বারবার একটু খেয়াল রাখতে হবে যাতে পোড়া পোড়া ভাব না হয়। নাইলে হলুদ রং নষ্ট হয়ে যাবে। ৫ মিনিট পর চুলা থেকে নামানোর সময় ইচ্ছে হলে ধনিয়া পাতা ছিটিয়ে দিতে পারেন।
বোনাস ভিডিও:
{youtube}llooTRahGn0
{/youtube}
Comments
- No comments found
Leave your comments