x 
Empty Product
Wednesday, 21 February 2024 12:49

আড়াই টাকা কেজি দরে আম বিক্রি

Written by 
Rate this item
(0 votes)

রাজশাহীর বাঘায় গত দুই দিনে ঝড়ে পড়ে যাওয়া আম ১০০ টাকা মণ দরে বিক্রি হয়েছে। এতে প্রতি কেজি আমের দাম পড়েছে মাত্র আড়াই টাকা।

 

বৃহস্পতিবার (১৮ মে) উপজেলার আড়ানী পৌরসভার গোচর মোড়ে আমগুলো বিক্রি করা হয়।

 

জানা গেছে, জ্যৈষ্ঠের শুরুতে গত মঙ্গলবার (১৬ মে) ও বুধবার (১৭ মে) পরপর দুই দিন ঝড় হয়। ঝড়ে গাছ থেকে অসংখ্য আম পড়ে যায়। স্থানীয় লোকজন ও বাগান মালিকরা এসব আম কুড়িয়ে দুই টাকা পঞ্চাশ পয়সা কেজি অথবা ১০০ টাকা মণ দরে বিক্রি করেন। আমগুলো কিনে নেন গোচর গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলাম।

 

তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে আমের ব্যবসা করি। বিশেষ করে কাঁচা এবং ঝড়ে পড়া আম কিনে সেগুলো ঢাকায় বিক্রি করি।

 
 
 

 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, প্রচণ্ড রোদে বোটা নরম হয়ে যাওয়ায় একটু বাতাসেই গাছ থেকে আম ঝরে যায়। ঝরে পড়া এসব আম বিভিন্ন গ্রামের মোড়ে ও বাজারে নামমাত্র দামে বিক্রি হচ্ছে।

 

Read 37 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.