x 
Empty Product
Tuesday, 20 February 2024 18:04

১ কেজি আমের দাম ৩ লক্ষ টাকা! বাংলার ‘এই রাজ্যে’ ফলেছে বিশ্বের সবচেয়ে দামী আম

Written by 
Rate this item
(0 votes)

কেজি প্রতি আমের দাম প্রায় তিন লক্ষ টাকা। তা দেখতে ভিড় জমাচ্ছেন মানুষজন৷ গত কয়েকদিন ধরে এই বিশেষ আম দেখতে মানুষ ভিড় জমাচ্ছেন বীরভূমের দুবরাজপুরের মসজিদে। মসজিদ ও এলাকা সূত্রে জানা গিয়েছে, এই আমের নাম মিয়াজাকি। পৃথিবীব্যাপী এই আমের প্রসিদ্ধতা রয়েছে। দুবরাজপুরের ১১ নম্বর ওয়ার্ডের একটি মসজিদে সেই আমের ফলন হয়েছে।মে

মসজিদ কমিটির সদস্যরা জানান, বছর দুই আগে স্থানীয় এক যুবক সৈয়দ নিজামুদ্দিন ওরফে সোনা এই গাছের চারা এনে মসজিদে লাগিয়েছিলেন৷ কিছু কাল পরেই তিনি প্রয়াত হন৷ তাঁর লাগানো গাছে এবছর ফলন হয়৷ আর পাঁচটি আমের থেকে ভিন্ন দেখতে। তাই সকলের নজরে আসে৷ ১০ থেকে ১২ টি আম ধরেছে সাড়ে সাত থেকে ৮ ফুট উচ্চতার গাছটিতে৷ মসজিদের লোকজন জানতে পারেন এই আমের মূল্য, গুণগত মান, দুষ্প্রাপ্যতার কথা৷

 
 

আর এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্বের দামি আম দেখতে মসজিদে ভিড় জমাতে থাকেন মানুষজন। মোবাইলের লেন্স বন্দি করেছেন আমগুলি৷
জানা গিয়েছে, জাপানের মিয়াজাকি শহরকে ফলের রাজা বলা হয়৷ এই শহরে একটি বিশেষ আমের ফলন হয়৷ অনেকটা আপেলের মত দেখতে এই এক একটি আম ৩০০ থেকে ৩৫০ গ্রাম ওজনের হয়৷ শহরের নামানুসারে এই আমের নাম ‘মিয়াজাকি’।


মসৃণ ত্বক ও লাল রঙের সৌন্দর্য্যের জন্য সূর্যদয়ের দেশে এই আমের অপর একটি নাম ‘সূর্যের ডিম’। আমের আঁটি ছোট হয়, শ্বাস বেশি হয়। সব জলবায়ুতে এই আমের ফলন হয় না৷ দুষ্প্রাপ্য বলে প্রতি কেজি আমের দাম ভারতীয় মুদ্রায় আড়াই থেকে ৩ লক্ষ টাকা৷ জাপান ছাড়াও বর্তমানে বাংলাদেশ, থাইল্যান্ড, ফিলিপাইনের কিছু জায়গায় গুটি কতক এই আমের গাছ দেখা যায়৷ বিশ্বে দামি আম গুলির মধ্যে অন্যতম মিয়াজাকি আম৷

Read 1 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.