x 
Empty Product
Thursday, 16 April 2020 07:30

করোনার থাবা পাকা আমে, বিক্রির আশায় দিন গুনছেন আম ব্যবসায়ীরা

Written by 
Rate this item
(0 votes)

পয়লা বৈশাখের নতুন পাকা আম জলপাইগুড়ি বাজারে আসলেও এখন সেই আমের তেমন বিক্রি নেই ।খাবারের জন্য আম না নিয়ে সাধারণ মানুষ এখন ভগবানকে তুষ্ট করার জন্য দু একটি করে পাকা আম কিনে নিয়ে যাচ্ছেন । তবুও আশায় দিন গুনছেন সাধারণ আম বিক্রেতারা । যদিও মালদহের পাকা ফজলি আম আসতে এখনও অনেকটাই দেরী । লকডাউনের কারণে সাধারণ মানুষের বাজারে যাওয়া অনেকটাই নিয়ন্ত্রিত । তাই আম বিক্রেতারা অনেকটাই কম পরিমাণে আম এনে বিক্রি করছেন । কেজি প্রতি আশি থেকে একশো টাকা বিক্রি হচ্ছে শিলুগুড়ি থেকে আনা এই আমগুলো । বিক্রেতারা বলেন, এই আম গুলো গাছ পাকা । কিন্তু দেখলে মনে হচ্ছে এগুলো কারবাইট দিয়ে পাকানো আম ।

এই নিউজটির মুল লিখা আমাদের না। আমচাষী ভাইদের সুবিধার্তে এটি কপি করে আমাদের এখানে পোস্ট করা হয়েছে। এই নিউজটির সকল ক্রেডিট: https://gvnnnews.com

Read 2206 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.