x 
Empty Product
Saturday, 15 January 2022 18:53

এবার আমেরিকায় আলফানসো আম রপ্তানি করবে ভারত

Written by 
Rate this item
(0 votes)

বিঃদ্রঃ এই আর্টিকেলটি আমাদের নিজস্ব না। অনলাইনে আম সেক্টরকে আরও বেশি প্রসারিত করার জন্য বিভিন্ন সোর্স থেকে গুরুত্বপুর্ন কন্টেন্টগুলো আমরা কপি করে প্রকাশ করে থাকি। যেহেতু এই নিউজটি একাধিক সাইটে প্রকাশ পেয়েছে, তাই এখানে আমরা সোর্স লিংক প্রকাশ করছি না।

ভারতীয় আম চাষিদের জন্য খুশির খবর। আগামী মরসুম থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় আম রপ্তানি করা হবে । এ জন্য সরকারীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ থেকে অনুমোদন পাওয়া গেছে । খবর অনুযায়ী, মার্চের পর থেকে যুক্তরাষ্ট্রে আলফানসো জাতের আম রপ্তানি করা হবে । আলফানসো  ভারতের সবচেয়ে দামি আম। একে আমের রাজা বলা হয়। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত ভারত আমেরিকায়  তিন হাজার মেট্রিক টন আম রপ্তানি করেছে । এতে বোঝা যায় সেখানকার মানুষ ভারতীয় আমের বড় ভক্ত । ২০২২ সালে আম রপ্তানিতে ভারত নতুন রেকর্ড গড়বে বলে মত কৃষি বিশেষজ্ঞদের।

 

Read 663 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.