x 
Empty Product
Friday, 27 April 2018 23:47

আমের রাজধানীতে পাওয়া যাচ্ছে অসময়ে ভারতীয় আম

Written by 
Rate this item
(0 votes)

 

 

 

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ আর রাজধানীর আম এখন বাজারে উঠতে আরো বেশ কিছুদিন দেরি আছে। আমের দেশে আম থাকবে না সেটা কি হয়। বাজারে এখন সারা বছর পাওয়া যাচ্ছে দেশী বিদেশী বিভিন্ন জাতের আম।

 

তেমনি শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া বাজারে জীবন ও হৃদয়ের দোকানে দেখা গেছে লাল টকটকে পাঁকা আম।

 

তবে এ আম দেশীয় নয়। পাশের দেশ ভারত থেকে আসা। সাইজ গোলাকার। এ আমের স্বাদ পেতে হলে দামটাও দিতে হবে একটু বেশি। বর্তমানে দোকানী প্রায় ১ মাস থেকে এ আম বিক্রি করছেন ব্যবসায়ীরা। কেজিতে ২৮০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত দাম।

 

কোথা থেকে এ আম আসছে জানতে চাইলে দোকানী জীবন জানান, চাঁপাইনবাবগঞ্জ সদরের পুরাতন স্টেডিয়াম মার্কেটের এক ফলের আড়তদারের কাছ থেকে পাইকারি দরে কিনে এখানে খুচরা বিক্রি করছি। তাঁরা এ আম ভারত থেকে আমদানি করছে বলে জানান মুদী দোকানদার ব্যবসায়ীরা।

Read 3722 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.