x 
Empty Product

মে

User Rating:  / 2
PoorBest 

আম মহান আল্রাহ তায়ালার সৃষ্ট ফলগুলোর মধ্যে অন্যতম। প্রকৃত যত্ন আর সময়মত পরিচর্যা আমের ফলন অনেক গুন বাড়িয়ে দেয়।

আসুন দেখি একজন আম চাষী হিসেবে এই মাসে আপনার করনীয়:


* আর্দ্রতা রক্ষার্থে ৫-১০ দিন অন্তর অন্তর চারা গাছের জন্য সেচের প্রয়োজন।


* ফল পচা রোগ দুর করতে এ মাসে অন্তর একবার কার্বোন্ডাজিম (ব্যাভিষ্টিন) বা ব্লাইটক্স ২ গ্রাম হারে স্প্রে করতে হবে।


* নতুন গাছ / চারা লাগানোর জন্য হাত প্রস্থ ২ হাত গভীরে করে গর্ত করতে হবে।


* ফলের মাছি পোকা বা ফ্রুটফ্লাই দমনে বিষ টোপ অফা ডেল্টামেথ্রিন  (ডেসিস) ১/২ এমএল/সেভিন ২ গ্রাম হারে আম ভিজিয়ে ১৫ দিন অন্তর অন্তর ২ বার স্প্রে করতে হবে।
এছাড়াও প্রতিরোধ হিসেবে বাগান পরিষ্কার করে প্রতি লিটার পানিতে  ৫ গ্রাম ব্লিচিং পাউডার দিয়ে পুরো বাগানে স্প্রে করা প্রয়োজন / দরকার।


* রেড রাষ্ট বাল মরিচা রোগ দেখা দিলে কপার অক্সিক্লোরাইড (ব্লাইটক্স  বোর্দো মিকচার, কুপ্রাভিট ) ২ গ্রাম প্রতি লিটার পানিতে গুলে ১৫ দিন অন্তর ২ বার স্প্রে করা উচিত।


* রাতে বাদুড় ও দিনে পাখির উপদ্রব এড়াতে ব্যবস্থা নিতে হবে।

 

Leave your comments

0
terms and condition.
  • No comments found