x 
Empty Product

আম সংগ্রহে যা করা প্রয়োজন

User Rating:  / 0
PoorBest 

আম সংগ্রহে যা করা প্রয়োজন

* আম পাড়ার সময় আঘাত যেন না লাগে এমনভাবে পাড়তে হবে।
* বাজারজাত করণের সুবিধার্থে দফায় দফায় আম পাড়া যেতে পারে।
* গাছেল আম ৫% পাকলে গাছ থেকে আম পাড়তে হবে।
* আঠা ঝরা পর্যন্ত নামানো আম কিছুক্ষণ উপুড় করে চট অথবা খড়ের উপর রাখতে হবে।
* দ্রুত গাছের তলা থেকে আম সরিয়ে ফেলতে হবে।
* আম পাড়ার ১৫-২০ দিনের মধ্যে কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করা  যাবে না।
* প্রতিটা আমকে খবরের কাগজ দিয়ে মুড়িয়ে ছিদ্রযুক্ত কাঠের বাক্সে অথবা প্লাষ্টিকের ঝুড়িতে প্যাকিং ও পরিবহন করা উচিত।

Leave your comments

0
terms and condition.
  • No comments found