আম শজনে (ভিডিও)
- Published Date
- Written by Super Admin
- Hits: 4045
উপকরণ: মসুর ডাল ১ কাপ, কাঁচা আম ১টি, শজনে ২ কাপ, লবণ স্বাদমতো, রসুনকুচি ১ চা-চামচ, পেঁয়াজকুচি ৩ টেবিল চামচ, তেজপাতা ১টি,
উপকরণ: মসুর ডাল ১ কাপ, কাঁচা আম ১টি, শজনে ২ কাপ, লবণ স্বাদমতো, রসুনকুচি ১ চা-চামচ, পেঁয়াজকুচি ৩ টেবিল চামচ, তেজপাতা ১টি,
মেথি আধা চামচ, কাঁচা মরিচ ৩-৪টা, হলুদের গুঁড়া আধা চা-চামচ, ধনেপাতা আধা চা-চামচ, তেল ১ টেবিল চামচ।
প্রণালি: ডালে ২ টেবিল চামচ পেঁয়াজ, রসুন, লবণ ও হলুদ দিয়েসেদ্ধ দিন। সেদ্ধ হয়ে এলে শজনে ঢেলে দিন। শজনেসেদ্ধ হয়ে এলে আম ঢেলে দিন। তেলে মেথি ফোড়ন দিয়ে মেথি তুলে নিন। এবার তেজপাতা ও বাকি পেঁয়াজ বাগার দিয়ে তেলসহ শজনে ডালে ঢেলে দিন। কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।
বোনাস ভিডিও:
Comments
- No comments found
Leave your comments