Print this page
Wednesday, 04 September 2013 07:55

প্রাণের আচার ও জুস: ফরমালিনযুক্ত আম দিয়ে তৈরি হয়

Written by 
Rate this item
(0 votes)

মিডিয়া টাইমস প্রতিবেদক: ফরমালিনযুক্ত আম দিয়ে প্রাণের আচার ও জুস তৈরির রহস্য উদঘাটন করেছে মোবাইল কোর্ট। জানা গেছে ফরমালিন মেশানো আম দিয়েও তৈরি হয় আচার ও জুস।
 এ ঘটনায় প্রাণের দুই এক্সিকিউটিভকে দুই বছর করে কারাদণ্ড এবং ১ লাখ ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পুলিশ আটক করেছে স্থানীয় এজেন্টকেও।

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিরপাড়া গ্রামে মঙ্গলবার দুপুরে বিষাক্ত কেমিকেল ও ফরমালিন ব্যবহার করে আম প্রক্রিয়াজাত করার অভিযোগে প্রাণ কোম্পানির জুনিয়র এক্সিকিউটিভ অফিসার ও স্থানীয় এজেন্টকে আটক করা হয়।

প্রাণের আমে মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিন মেশানোর ঘটনার উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বিশেষজ্ঞরা বলছেন, ফরমালিন মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। খাদ্যের মাধ্যমে ফরমালিন শরীরে প্রবেশ করলে নানা জটিল ও কঠিন রোগে মানুষ আক্রান্ত হতে পারে। ফুসফুস ও কিডনি রোগ হতে পারে। এমন কী মানুষের মৃত্যুও হতে পারে।

এদিকে প্রাণের কর্মকর্তারা বলছেন, প্রাণ কখনও আমে ফরমালিন মেশায় না। তাদের পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে। উপরন্তু, আম আটকের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা। তারা বলছেন, প্রাণের পণ্যে শতভাগ মান নিয়ন্ত্রণ করা হয়।

 

২ জুন, ২০১৩

Read 4157 times Last modified on Sunday, 01 December 2013 09:49
Super Admin

Latest from Super Admin