x 
Empty Product

আম মধুমাসের উল্লেখযোগ্য একটি রসালো ফল আম। হরেক জাতের আম দিয়ে আমরা আমাদের রসনা মেটাই। এসব জাতের পাশাপাশি যদি আরো নতুন নতুন স্বাদের আম উদ্ভাবন করা যায়, তবে তো মন্দ হয় না। সে পথেই আরেক ধাপ এগিয়েছেন ভারতের বিজ্ঞানীরা। ভারতের জাতীয় অধ্যাপক নরেন্দ্র কুমার সিং জানিয়েছেন, ইন্ডিয়ান কাউন্সিল অব অ্যাগ্রিকালচারাল রিসার্চের অন্তর্ভুক্ত পাঁচটি ইনস্টিটিউটের বিজ্ঞানীরা যৌথভাবে আমের বংশগতির ৯০ শতাংশ তথ্য লিপিবদ্ধ (জিনোম সিকোয়েন্সিং) করেছেন। এ জন্য তাঁদের আমের বংশগতির প্রায় সাড়ে চার হাজার কোটি বেস পেয়ার লিপিবদ্ধ করতে হয়েছে। পুরো কাজ শেষ করার পর আমের নতুন নতুন সুস্বাদু জাত উদ্ভাবনের দুয়ার খুলে যাবে বলে আশা করছেন অধ্যাপক সিং। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।