আনারস
- Published Date
- Written by Super Admin
- Hits: 4078
মধ্য মৌসুমি জাতের আম। জুনের শেষ সপ্তাহ পাকা শুরু হয়। দেখতে গোলাকৃতির আমটি ওজনে ২৫০ থেকে ৩০০ গ্রাম হয়ে থাকে। অনেকটাই কিষানভোগ বা মোহনভোগের আকৃতি।
মধ্য মৌসুমি জাতের আম। জুনের শেষ সপ্তাহ পাকা শুরু হয়। দেখতে গোলাকৃতির আমটি ওজনে ২৫০ থেকে ৩০০ গ্রাম হয়ে থাকে। অনেকটাই কিষানভোগ বা মোহনভোগের আকৃতি।
পাকলে গাঢ় হলুদ বর্ণ ধারণ করে। রসের পরিমাণ অত্যাধিক। কড়া মিষ্টি এবং সুস্বাদু এই আমটিতে ভাল একটি গন্ধ রয়েছে। খোসা পুরু, শাঁস মোলায়েম ও হলুদ। সামান্য আঁশ রয়েছে। রাজশাহীর পবা, রাজপাড়া ও শাহমখদুম এলাকায় সামান্য চাষ হয়ে থাকে। মহানগরীর রায়পাড়া ও শাহমখদুম এলাকায় সামান্য চাষ হয়ে থাকে। মহানগরীর রায়পাড়, নগরপাড়া, কাশিয়াডাঙ্গা, বশুড়ী, আদুবুড়ী এলাকার বাগনসমূহে চাষ হচ্ছে। ব্যাপক আকারে এই আমের উৎপাদন নেই। যদিও এর চাহিদা রয়েছে।
Comments
- No comments found
আমের বাজার দর
ফজলি
হিমসাগর
গোপাল ভোগ
ল্যাংড়া
ক্ষিরসাপাত (জি আই পণ্য)
হাড়িভাংগা
বোগলা গুঠি
লখনা
আম্রপলি
আশ্বিনা
ফজলি কমেন্ট

Leave your comments