রগনী

User Rating:  / 0
PoorBest 

উৎকৃষ্ট জাতের আম রগনী। জাতটি ভারতের পশ্চিম বাংলায় মুনসিবাদ জেলাতে চাষ হয়ে থাকে। বিহার অঞ্চলেও রগনী নামক জাতটির আবাদ হয়ে থাকে।

উৎকৃষ্ট জাতের আম রগনী। জাতটি ভারতের পশ্চিম বাংলায় মুনসিবাদ জেলাতে চাষ হয়ে থাকে। বিহার অঞ্চলেও রগনী নামক জাতটির আবাদ হয়ে থাকে।

ক্ষুদ্রাকৃতিক এই আমটির ওজন ১৬ থেকে ১৭০গ্রামের মধ্যে। চ্যাপ্টা আকৃতির এই আমটি দেখতে একেবারে বারি-২ আমের তুলনায় প্রায় অর্ধেক। আমটি পাকলে হলুদ বর্ণ ধারণ করে। ত্বক সমান্য খসখসে। শাঁস হালকা হলুদ বণের। ঠোট স্পষ্ট। খোসা সামান্য মোটা, শাস রসাল এবং সুগন্ধযুক্ত। খেতে সুস্বাদু, আটিতে সামান্য আঁশ রয়েছে। মিষ্টতার পরিমাণ ১৯%। মে মাসের শুরুতে পাকতে শুরু করে এবং জুনের মাঝামাঝি শেষ হয়ে যায়। পোক্ত আম ১৫ দিন অধিক ঘরে থাকে পচন ধরে না। আশু জাতের এই আমে কয়েকটি গাছ মনাকশার চৌধুরীগনের বাগানে আছে। বানিজ্যিকভাবে এখন অধিক অবধি ছড়িয়ে পড়েনি। বাজারে বিক্রয়ের জন্য আসেনি। সৌখিন আম চাষীগণের মাঝেই জনপ্রিয়তা কেন্দ্রীভূত প্রচার পেলে জনপ্রিয় হতে মোটেই সময় নেবে না। গাছ মাঝারি আকারের এবং ঝোপাল হয়ে থাকে।

Leave your comments

0
terms and condition.
  • No comments found