x 
Empty Product

আম্রপলি (বড়)

User Rating:  / 1
PoorBest 

আম্রপলির এ জাতের আম গুলাো সামান্য বড় হয়।আম্রপলি ভারতের একটি পরিকল্পিত উপায়ে সংকরজাত। দোশোহারী ও নীলাম এর মধ্যে সংকরায়ন করে আম্রপলি আম্রপলি জাত সৃষ্টি করা হয়েছে। এ আম্রপলি জাতের আম অতি সুস্বাদু এবং অতি উৎকৃষ্টমানের এমন কি ল্যাংড়া ও

আম্রপলির এ জাতের আম গুলাো সামান্য বড় হয়।আম্রপলি ভারতের একটি পরিকল্পিত উপায়ে সংকরজাত। দোশোহারী ও নীলাম এর মধ্যে সংকরায়ন করে আম্রপলি আম্রপলি জাত সৃষ্টি করা হয়েছে। এ আম্রপলি জাতের আম অতি সুস্বাদু এবং অতি উৎকৃষ্টমানের এমন কি ল্যাংড়া ও

গোপাল ভোগ আমের চেয়েও সুস্বাদু। এই জাতীয় আম সমিষ্ট ও উৎকৃষ্টমানের। সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় হলো অল্প বা কম জায়গাতে এ আমের বাগান করা সম্ভব। আম্রপলি প্রতি হেক্টরে প্রায় ১৬০০ এ জাতের গাছ রোপণ করা সম্ভব। আম্রপলি আমের গাছে প্রচুর পরিমাণে আম ধরে। এই জাতের আম বাগান তৈরী ব্যানিজ্যিক ভিত্তিতে করা খুবই লাভজনক। এ জাতের আমের আবাদ করে দেশের চাহিদা মিটিয়েও বিদেশে রফতানি করে বৈদেশিক মূদ্রা অর্জন করা সম্ভব। বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বর্তমানে এ জাতের আমের বাগান করা হচ্ছে। বিভিন্ন সরকারী ও বেসরকারী নার্সারীতে কলম তৈরী করে তা বাগানে সরবরাহ করা হচ্ছে। এই জাতের আম ছোট থেকে মাঝারী আকারের এবং ফল দেখতে লম্বাটে ডিম্বাকৃতি। এই ফল গড়ে লম্বায়১০-১৫ সেঃ মিঃ, গড় উজন ২০০-৩৫০ গ্রাম। এই আম আঁশবিহীন,শাসগাঢ কমলা রঙ এবং সুস্বাদু ও সুগন্ধী। এই আম একটি নাবী জাতের আম। আমটি বাংলাদেশের আষাঢ় মাসের তৃতীয় সপ্তাহের দিকে পাকে। ফল পরিপক্ক হতে ফুল আসা থেকে প্রায় পাঁচ মাস সময় লাগে। আম্রপলি জাতের আম বাগান তৈরীর জন্য নিম্নের পদ্ধতি পরিকল্পনা এবং প্রযুক্তি ব্যবহার করতে হবে।

Leave your comments

0
terms and condition.

People in this conversation

  • Guest (জামান)

    এত তথ্য এতদিন কৈ ছিলো?......
    ..................................