রাজশাহীর আম
- Published Date
- Written by Super Admin
- Hits: 478
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই। আশা করি আমরা সবাই আমাদের নিজেদের পণ্যের মাধ্যমে পরিচিতি বাড়াতে পারবো ইনশাআল্লাহ।
আশা করি আমরা ভালো ভাবে সবাই রোযা পালন করব ইনশাআল্লাহ।
আর অল্প কিছু দিনের মধ্যে আম পাওয়া যাবে আমাদের কাছে। আমের রাজধানী নামে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের কানসাট। অনেকেই চিন্তাই থাকেন কেমিক্যাল মুক্ত ফ্রেস, সতেজ ও টাটকা আম পাবো তো!
অনেকে দেশ কিংবা দেশের বাইরে থেকে আমাকে ফোন দিয়ে জানতে চায় কেমিক্যাল মুক্ত আম দিতে পারবেন। তাদের জন্য সুখবর গ্যারান্টি দিয়ে সরাসরি বাগান থেকে আম সংগ্রহ করে প্যাকেট করে সরবরাহ করে আসছি প্রতি বছর ইনশাআল্লাহ। তাই আমাদের উপর বিশ্বাস রেখে অনেকই প্রি- অর্ডার করতে চাচ্ছে। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার জন্য দোয়া রাখবেন।
ঘরে থাকুন
সুস্থ থাকুন
নিরপদ থাকুন।
রাজশাহীর আম রাজশাহীর আম রাজশাহীর আম রাজশাহীর আম রাজশাহীর আম রাজশাহীর আম রাজশাহীর আম রাজশাহীর আম রাজশাহীর আমরাজশাহীর আমরাজশাহীর আমরাজশাহীর আমরাজশাহীর আম রাজশাহীর আমরাজশাহীর আম রাজশাহীর আম রাজশাহীর আম র রাজশাহীর আমরাজশাহীর আম
Comments
- No comments found
Leave your comments