x 
Empty Product

দুসেহরী

User Rating:  / 1
PoorBest 

ভারতের উত্তর প্রদেশে, পাঞ্জাব ও বিহার, পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাব এই অঞ্চলগুলোতে বিখ্যাত একটি আম জন্মে। নাম দুসেহরী। দুসেহরী আসলে একটি গ্রামের নাম।

ভারতের উত্তর প্রদেশে, পাঞ্জাব ও বিহার, পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাব এই অঞ্চলগুলোতে বিখ্যাত একটি আম জন্মে। নাম দুসেহরী। দুসেহরী আসলে একটি গ্রামের নাম।

উত্তর প্রদেশের লখনৌ শহর থেকে কিছুটা দূরে গ্রামটির অবস্থান। হয়তো এই দুসেহরী গ্রামেই উৎকৃষ্ট জাতের আমটি জন্ম নিয়েছিল, যে কারণে এরূপ নামকরণ হয়েছে। নাবি জাতের এই আমটি দেখতে লম্বাটে। জুলাই মাসে পাকে। ফলটির গড় ওজন ১৮০ গ্রাম। ত্বক মসৃন।পাকলে হলুদ ও লালচে রং কমলাভ এবং মোলায়েম, সুমিষ্ট ও সুস্বাদু। খাদ্যের অংশ ৬৮%। মিষ্টতা ১৮%। নিয়মিত ফলদেয়। গাছের আকার ছোট, ফলন মাঝারি। আমটির সংরক্ষণ গুণ বেশ ভাল। ভারতের সর্বশ্রেষ্ঠ ৪-৫ টি জাতের মধ্যে এটি একটি ইদানীং বিদেশে রপ্তানী হচ্ছে।

Leave your comments

0
terms and condition.
  • No comments found