x 
Empty Product

ছোট জামবাড়ীয়া দারুস সালাম জামে মসজিদ

User Rating:  / 0
PoorBest 

তিন গম্বুজ বিশিষ্ট এটি প্রাচীন মসজিদ। এর ভিত্তি ৩ ফুট ৩ ইঞ্চি। দৈঘ্য (ভিতরাংশ) ৩১ ফুট, প্রস্থ ৮ ফুট, ১১ ইঞ্চি। মোট ৪টি খিলান দ্বারা ৩টি গম্বুজ প্রতিষ্ঠিত। প্রতিটি খিলানের প্রস্থ ২ফুট ৪ ইঞ্চি (বর্গাকৃত

তিন গম্বুজ বিশিষ্ট এটি প্রাচীন মসজিদ। এর ভিত্তি ৩ ফুট ৩ ইঞ্চি। দৈঘ্য (ভিতরাংশ) ৩১ ফুট, প্রস্থ ৮ ফুট, ১১ ইঞ্চি। মোট ৪টি খিলান দ্বারা ৩টি গম্বুজ প্রতিষ্ঠিত। প্রতিটি খিলানের প্রস্থ ২ফুট ৪ ইঞ্চি (বর্গাকৃত

) ৩টি গম্বুজের মধ্যে, মধ্যবর্তী গম্বুজটি অপেক্ষাকৃত সমন্য বড় এবং বিশেষ ঢেউ খেরানো নকশা নেই। শুধু গম্বুজের শীর্ষদেশে কিছু বিচিত্র প্রকৃতির নকশা বিদ্যামান।

                এ মসজিদটি গৌড়িয়া ইটের তৈরী। মূল মসজিদটির ৪ কর্ণারে ৪টি নকশা করা বুরুজ রয়েছে। গম্বুজের খিলান গুলি অভ্যান্তর ভাগে দেয়াল সাটানো। রয়েছে ৩ টি দরজা (সম্মখে)ও উত্তর দক্ষিন ২টি জানালা। প্রাচীন চুনসুরকীর সাহায্যে গাত্র আচ্ছাদন করা রয়েছে। এর ২টি শিলালিপি বিদ্যমান। একটি মধ্য দরজার নিলটেইলের ওপর ছোট ও অপরটি বাম দিকের শেষ দরজার নিলটেইলের ওপর স্থাপিত বড় শিলালিপিদুটি তুঘরা স্টাইলের ক্যালিগ্রাফি। ছোট ক্যালিগ্রাফটির উপরের একটি লাইন ও ডান দিকে কিয়ংদাংশ নতুন করে মসজিদ মেরামতের সময় সিমেন্ট দিয়ে ঢেকে দেয়া হয়েছে। ফলে অসাবধানতার কারণে মূল শিলালিপিটির অঙ্গহানী ঘটেছে। এ করণে মিলালিপিটির অঙ্গহানী পূর্ণাঙ্গ পাঠ উদ্ধার সম্ভব হয়নি। যেটুকু পাওয়া গেছে সে অংমটুকুর পাঠ তুলে ধরা হল।

"হে আল্লাহ পাক আপনি সমস্ত সৃষ্টির আহার্য্য প্রদানকারী এবং সমস্ত আপদ বিপদ দূরিভূতকারী এবং রোগ ব্যাধিকে উপশমকারী এবং ভ্রান্তকারী ও অনুপ্তকারীদের ওপর দয়াশীল। গুনাহ হতে পলায়নকারীদের ক্ষমাকারী এবং নদী সমূহকে প্রবাহিতকরী এবং আপনি অন্তর ও চক্ষুসমূহ পরিবর্তনকারী এবং বীজকে অংকুরিতকারী, কলুসমুক্ত এবং আপনি রেজেক সমূহ বন্টনকারী এবং অদৃশ্য ব¯ত্তকে অবলোকনকারী ও যাবতীয় চিন্তা ভাবনাকে দূরিভূতকারী। আপনি এমন সত্ত্বা যে, রাতের অন্ধকার, দিনের আলো ও চন্দ্রের জ্যোতি আপনার অনুগত্য করে। যেমনটি আপনিই বর্ণনাকারী। হে আমার প্রতিপালক ও আমার মনিব, আমি আপনার নিকট প্রার্থনা করছি এবং আপনার অঙ্গিকার  অবশ্যই চির সত্য। আপনি আমাকে যাবতীয় বিপদ আপদ ঝগড়া বিবাদ ও যাবতীয় দুশ্চিন্তা হতে রক্ষা করুন। আপনি হচ্ছেন, প্রত্যেক বিপদ গ্রস্থের প্রার্থনা কবুলকারী এবং আপনি সেই মহান আল্লাহ্ যিনি বান্দাদের আশ্বাস প্রধানকারী “তোমরা আমার রহমত হতে নিরাশ হবে না।"

“এতে আল্লাহ্ তালাহ প্রশংসা ও গুণাগান বর্তিন ও তার দরবারে প্রার্থনা নিহীত আছে (- পাঠদান ও অনুবাদ করেছেন-মাওলানা আবুল হায়াত, অধ্যক্ষ, গোহালাবাড়ী ফাজিল মাদ্রাসা, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ, তারিখঃ ৩১/১০/২০০৩ খ্রিঃ)

Leave your comments

0
terms and condition.
  • No comments found