একটা আম আর কতই বড় হয়, টেনেটুনে বড়জোর সেটা ডাব কিংবা তালের আকৃতি পেতে পারে। কিন্তু আম দেখতে যদি তরমুজের মতো হয়, তাহলে ভড়কে না গিয়ে আর উপায় কী? একদিন এমনই এক তরমুজের মতো আম নিয়ে হঠাৎই বিশ্ব মিডিয়ার সামনে হাজির হলেন ফিলিপাইনের ইলিগান শহরে বসবাসরত দম্পতি সার্গিও সোকোরো দম্পতি। দৈর্ঘ্যে আমটি ১২ ইঞ্চি লম্বা আর প্রস্থে ২০ ইঞ্চি। ফিলিপাইনের তুবত নামের গ্রামে নিজস্ব আম বাগানে জন্মানো এ বৃহদাকার গ্রীষ্মকালীন ফলটি নিয়ে তো টালমাটাল অবস্থা এ দম্পতির। একদিকে গিনেজস ওয়ার্ল্ড রেকর্ড বুকে সবচেয়ে বড় আমের রেকর্ড, অন্যদিকে ফিলিপাইন সরকারের কৃষি মন্ত্রণালয়ের সম্মাননা।
Published in
আলোচিত খবর
Latest from Super Admin
Leave a comment
Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.