x 
Empty Product

Articles

ডিসেম্বর

User Rating:  / 1
PoorBest 

আম মহান আল্রাহ তায়ালার সৃষ্ট ফলগুলোর মধ্যে অন্যতম। প্রকৃত যত্ন আর সময়মত পরিচর্যা আমের ফলন অনেক গুন বাড়িয়ে দেয়।

আসুন দেখি একজন আম চাষী হিসেবে এই মাসে আপনার করনীয়:


* গাছের গুড়িতে বাকলের ফাটা-ফাটা অংশে হপার / শোষক পোকা আশ্রয় নেয় তাই শুধু ভাল পালা ও গুড়িতে কার্বারিল  (সেভিন) ২ গ্রাম / সাইপারমেথ্রিন ১ মিলি হারে দুপুরের দিকে স্প্রে করতে হবে।


* চারা গাছে প্রয়োজন অুনযায়ী সেচ দেয়া উচিত।


* জলদি জাতের কোন কোন গাছে মুকুল আসলে সালফার (থিওভিট) ২ গ্রাম হারে ছত্রাক নাশক স্প্রে করে পাউডারী মিলভিট এর হাত থেকে রক্ষা করা যেতে পারে।


* দৈয় পোকার মিলি বাগের আক্রমণ দমনে আমগাছের গুড়িতে আলকাতরার প্রলেপ দিতে হবে।
পূর্বের বছরে দৈয় পোকা বা মিলিবাগের উপদ্রব হয়ে থাকলে ক্লোরোপাইরিফস ২০ ইসি (ডায়র্সবান) / লরর্সবান ১৫ জি) প্রতি লিটার জলে ২ মিলি হারে কান্ডে স্প্রে করলে এ পোকা কান্ড বেয়ে উপরে উঠতে পারে না।
(মিলিবাগের ঔষধ স্প্রে করলে হপারের ঔষধ দেওয়ার প্রয়োজন নেই।)

 

Leave your comments

0
terms and condition.
  • No comments found