Articles
নভেম্বর
- Published Date
- Written by Super Admin
- Hits: 46970
আম মহান আল্রাহ তায়ালার সৃষ্ট ফলগুলোর মধ্যে অন্যতম। প্রকৃত যত্ন আর সময়মত পরিচর্যা আমের ফলন অনেক গুন বাড়িয়ে দেয়।
আসুন দেখি একজন আম চাষী হিসেবে এই মাসে আপনার করনীয়:
* চারা গাছে নিয়মিত সেচ দিতে হবে। তবে ফলন্ত গাছে সেচের প্রয়োজন নাই।
* লিপ ওয়েবার মাকড়াসার মত জাল বুনে পাতা জড়িয়ে দিলে আক্রান্ত বিটপগুলি কেটে বাদ দিতে হবে।
* মুকুল আসার সম্ভাবনায় ভালভাবে চাষ দিয়ে মাটি আলগা এবং বাগানের আশেপাশের এলাকা পরিষ্কার করে দিতে হবে।
* দৈয়ে পোকা বা মিলি বাগ দমনে আমগাছের গুড়িতে আলকাতরার প্রলেপ দেয় উচিত।
Comments
- No comments found
Leave your comments