x 
Empty Product

Articles

মার্চ

User Rating:  / 0
PoorBest 

আম মহান আল্রাহ তায়ালার সৃষ্ট ফলগুলোর মধ্যে অন্যতম। প্রকৃত যত্ন আর সময়মত পরিচর্যা আমের ফলন অনেক গুন বাড়িয়ে দেয়।

আসুন দেখি একজন আম চাষী হিসেবে এই মাসে আপনার করনীয়:


* এ সময় ফল বাড়ন্ত অবস্থায় থাকে কিন্তু এপ্রিল মে মাসে ফল পচা রোগ দেখা দিতে পারে সেহেতু পচন রোধে এখনই প্রতিশেধক হিসাবে ম্যঅনকোজের (ডায়াথেন এম-৪৫) ২.৫০ গ্রাম হারে স্প্রে করা উচিত।


* ফলের আকার বড় ও উন্নত করতে সুষমন চাপান সার প্রয়োগ করা যায়।


* আমের দৈয়ে পোকা বা মিলি বাগের আক্রমণ হলে পূর্বের মাসের অনুযায়ী স্প্রে করতে হবে।


* মেঘলা আকাশ ও কুয়াশার কারণে অনেক সময় পাউডারী মিলভিউ রোগদেখা দিতে পারে। এরূপ আবহাওয়া  সালফার (থিওভিট) ২ গ্রাম হারে স্প্রে করতে হবে।


* মাটির রস ও পুষ্টির অভাবে ছোট / বড় সব রকম গাছের আগা মরা ও আঠা ঝরা রোগে আক্রান্ত হতে পারে তাই বাগান পরিষ্কার করে জল  সেচ দিয়ে মাটির রসের অভাব দূর করতে হবে।


* ম্যালফরমেশন- অর্থাত নষ্ট ও বিকৃত পুষ্প মঞ্জুরী, দৈহিক বিকৃতি ছাঁটাই করতে হবে।


* আমের উইভিল বা ভোমরা পোকা আক্রমন দেখা দিলে দমনের জন্য গাছের কান্ড ও পাতায় ১৫ দিন অন্তর অন্তর ৩ বার ২ মি:লি: হারে ফেনট্রোথিয়ন (সুমিথিয়ন)  (ফেনিথন) / ফেনথিয়ন  লেবাসিড) ৫০ ইসি ২এম এল হারে স্প্রে করতে হবে।

 

Leave your comments

0
terms and condition.
  • No comments found