Articles
ফেব্রুয়ারী
- Published Date
- Written by Super Admin
- Hits: 44540
আম মহান আল্রাহ তায়ালার সৃষ্ট ফলগুলোর মধ্যে অন্যতম। প্রকৃত যত্ন আর সময়মত পরিচর্যা আমের ফলন অনেক গুন বাড়িয়ে দেয়।
আসুন দেখি একজন আম চাষী হিসেবে এই মাসে আপনার করনীয়:
=> পাউডারী মিলডিউ এর আক্রমণ যেন না হয় এ জন্য ২য় বারের মত সালফার (থিওভিট) ২ গ্রাম হারে দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে স্প্রে করা উচিত।
=> শেষক হপার পোকা দমনে, ফুল বা ফলের গুটি ঝরা রক্ষার্থে ১০ দিন অন্তর
=> অন্তর ২ বার সাইপারমেথ্রিন / ফনাভ্যালারেট / ডেলট্রামেথ্রিন .৫ এমএল হারে / কার্বারিল (সেভিন85 sp) ২ গ্রাম হারে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করা উচিত।
=> আগের মাসে বাগানের মাটি কুপিয়ে না থাকলে এ মাসে বাগানের মাটি কুপিয়ে তাবু খাটানো শুয়ো পোকা ও আমের উইভিল বা ভোমরা পোকা দমনে ব্যবস্থা নিন।
=> দইয়ে পোকা / মিলি বাগ (Mealy Bug) অক্রমণ দেখা দিলে মনোক্রোটফস (নুভাক্রন) ২ এমএল / কার্বারিল (সেভিন) ২ গ্রাম / নুভাক্রণ ৩৬ ইসি ১ মি:লি: / ম্যাটাসিড ৫০ ইসি ১ মি:লি: হারে খুব জোরালো / ফোর্সের মেশিন দিয়ে স্ট্রে করতে হবে।
=> এ মাসের ২ সপ্তাহ টপ ওয়াকিং এর জন্য ডাল / কান্ড কর্তন করার সঠিক সময়।
=> এ্যান্থাকনোজের আক্রমণ দেখা দিলে (ম্যানকোজের ডায়াথেন এম-৪৫) ২.৫০ গ্রাম হারে স্প্রে করতে হবে।
Comments
- No comments found
Leave your comments