x 
Empty Product

আমের ভালো ফলনে গাছের পরিচর্যা

User Rating:  / 7
PoorBest 

বাঙালির প্রিয় ফল আম। সবারই প্রিয় বলে গ্রামের প্রায় সবার বাড়িতেই কমবেশি আম গাছ রয়েছে। কিন্তু এর যত্ন বা পরিচর্যা সম্পর্কে উদাসীন থাকেন অনেকেই। অথচ আমের ভালো ফলন পেতে হলে প্রথমেই

বাঙালির প্রিয় ফল আম। সবারই প্রিয় বলে গ্রামের প্রায় সবার বাড়িতেই কমবেশি আম গাছ রয়েছে। কিন্তু এর যত্ন বা পরিচর্যা সম্পর্কে উদাসীন থাকেন অনেকেই। অথচ আমের ভালো ফলন পেতে হলে প্রথমেই

দরকার আম গাছের যত্ন নেওয়া। অধিকাংশ আম গাছেই মুকুল ধরা শেষ হয়ে গেছে। কোনো কোনো আম গাছে মুকুল ফুটে গোটাও ধরা শুরু হয়েছে। এই সময়ের পরিচর্যা সম্পর্কে কিছু পরামর্শ দেয়া গেল। আমগাছের চারপাশে নালা কেটে অথবা বাঁধ দিয়ে সেচ দিতে হবে। ঝড় বৃষ্টি খরার কারণেও আমের ক্ষতি হয়। এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ব্যবস্থা আমাদের হাতে নেই। তবে খরা ও পোকামাকড়ের প্রতিরোধে আমাদের সর্বশক্তি প্রয়োগ অবশ্যই দরকার। গাছ প্রতি ৫০০ গ্রাম টিএসপি, ২৫০ গ্রাম মিউরেট অব পটাশ ও কয়েক ঝুড়ি পচা গোবর সার প্রয়োগ করতে হবে। এটি গুটি ধরার পক্ষে বিশেষ সহায়ক। পোকামাকড়েরর হাত থেকে রেহাই পেতে জেনে নিন সাধারণ কিছু পরামর্শ।

  • আমবাগান যথাসম্ভব আগাছামুক্ত রাখুন বিশেষ করে গাছের গোড়া।

  • গাছে যাতে পর্যাপ্ত আলো বাতাস পায় তার ব্যবস্থা রাখুন।

  • চার চা-চামচ ক্যাপথিয়ন প্রতি ১২ লিটার পানিতে মিশিয়ে ১২-২০ দিন পর সেচ যন্ত্রের সাহায্যে ছিটিয়ে দিন।

  • ডাইমেনসন ছিটিয়ে দিন। অথবা ১২ লিটার পানিতে ৬ সিসি ফলিডল (এম ৫০) নিশ্চিত করেও পোকা দমন করা যাবে। 

  • এ ছাড়া নানা ধরনের ওষুধ আছে। কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে প্রথম থেকেই ব্যবস্থা রাখুন। তবেই আমের ভালো ফলন পাওয়া সম্ভব।

Leave your comments

0
terms and condition.
  • No comments found