x 
Empty Product

Rajshahi Mango পটুয়াখালীর কলাপাড়ায় আম খেয়ে অসুস্থ হওয়ার পর একই পরিবারের নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরে বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামের ছিদ্দিক মাদবর (৪৫), তার স্ত্রী রাশিদা বেগম (৩৭), ছেলে ওসমান মাদবর (১৮), ইয়াসিন মাদবর (১৬), হোসেন মাদবর (১৩), মেয়ে খাদিজা বেগম (২২) ভানু বেগম (১০), শিউলী ( ২) এবং নাতি সাব্বিরকে (৭) কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক এম এ মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অর্ধচেতন অবস্থায় এরা হাসপাতালে ভর্তি হয়। কেমিক্যাল মেশানো আম খেয়েই তারা অসুস্থ হয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

পরিবারের সদস্য শিমুল জানান, কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকার এক বিক্রেতার কাছ থেকে সোমবার তার শ্বশুর আম কিনে আনেন। রাতে সবাই ওই আম খায়। এর পরই দফায় দফায় বমি ও পায়খানা করতে থাকে সবাই।

সকালে ১ জনকে ও দুপুরে বাকিদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।