x 
Empty Product

 

দিনাজপুরের নবাবগঞ্জে ও বিরামপুর উপজেলা এলাকায় চলতি মৌসুমে আমগাছে গাছ ভরা মুকুল এসেছে।


যদি কোন প্রাকৃতিক দূর্যোগ না হয় তাহলে আমের ভাল ফলন পাওয়ার আশা করছেন এবং ধান জমির মাঝে আমের বাগান করে বেশি লাভবান হচ্ছেন ।

এক সময় বসত বাড়ীতে আম গাছ সিমীত ছিল কিন্তু বর্তমান সময়ে অনেকেই বানিজ্যিক হিসাবে আম গাছের বাগান করছেন। নানা জাতের আমের বাগান এখন রয়েছে এই উপজেলা এলাকায়।

উপজেলা কৃষি সম্প্রসারন কমকর্তা ফাল্গুনী মজুমদার জানালেন উপজেলা এলাকায় চলতি মৌসুমে ৭৬৫ হেক্টর জমিতে আম বাগান রয়েছে যার গাছের সংখ্যা ৬১ হাজার ২০০ টি।  ৪১৫ জন কৃষকের বাগান রয়েছে ৪৫৫ টি।

গতবারে উৎপাদন লক্ষ্যমাত্রা প্রতি হেক্টরে ৩০ মে: টন আম ধরা হলেও এবারে এখনও তা নির্ধারন করা হয়নি।