x 
Empty Product
Monday, 28 March 2016 07:18

ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে কীটনাশকমুক্ত আম

Written by 
Rate this item
(0 votes)
এবারই প্রথম চাঁপাইনবাবগঞ্জসহ ৮ জেলায় ফ্রুট ব্যাগিং প্রযুক্তি ব্যবহারে  নিরাপদ, বিষমুক্ত ও রপ্তানিযোগ্য ৮/১০ মেঃ টন  আম  উত্পাদন করতে যাচ্ছেন আম ব্যবসায়ী ও আম চাষিরা চাঁপাইনবাবগঞ্জ আম গবেষণা কেন্দ্রে। গবেষক ও চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো:শরফউদ্দিন জানান, গত বছর চীনের একটি কোম্পানি আমাদের গবেষণার জন্য কিছু ব্যাগ প্রদান করে। সে ব্যাগ দিয়ে আমরা আমাদের গবেষণা কেন্দ্রে  ফ্রুট ব্যাগিং প্রযুক্তি ব্যবহার করে ভালো সাফল্য পেয়েছি। তার মতে, বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করার চেয়ে এ পদ্ধতিতে খরচ অনেক কম এবং বিষমুক্ত আম উত্পাদন সম্ভব। এর ফলে আমচাষি ও আম ব্যবসায়ীরা বেশি লাভবান হবেন। 

 

ড. শরফউদ্দিন বলেন, বাংলাদেশে মাঠ পর্যায়ে ফ্রুট ব্যাগিং প্রযুক্তি জনপ্রিয় করে তুলতে শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩/৫ টাকা মূল্যের প্রায় ৫০ হাজার ফ্রুট ব্যাগ ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, রাজশাহী, নাটোর, পাবনা, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এ সাত জেলায় আরো ৫০ হাজার ফ্রুট ব্যাগ ব্যবহার করেছে আম ব্যবসায়ী ও আমচাষিরা।

 

বেলেপুকুর এলাকার এ বছর ফ্রুট ব্যাগ ব্যবহারকারী জিএম রহমান পলাশ বলেন, প্রায় ৪ হাজার আমে ফ্রুট ব্যাগ ব্যবহার করেছি এবং আরো ব্যবহার করার চেষ্টা করছি। এ ব্যাগ ব্যবহারের ফলে আর কোন কীটনাশক ব্যবহার করতে হবে না। তাছাড়া আমের দামও বেশি পাবো বলে আশা করছি। তিনি এ ব্যাপারে সরকারিভাবে উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করেন। রাজশাহীর কোর্ট এলাকার হড়গ্রাম গ্রামের নতুনপাড়ার মাওলানা বেরার উদ্দিন জানান, আমি প্রথমদিকে আমবাগানে স্প্রে করলেও ফ্রুট ব্যাগের খবর পেয়ে ২ হাজার ফ্রুট ব্যাগ ক্রয় করে ৩০টি গাছের আমে লাগিয়েছি। আম ছিদ্রকারী পোকার-মাছির আক্রমণ থেকে আমকে রক্ষা করার ক্ষেত্রে ভালো ফলাফল পেলে আগামীতে আরো বেশিসংখ্যাক ব্যাগ ব্যবহার করবো। ফ্রুট ব্যাগ প্রযুক্তি ব্যবহারকারী নওগাঁ জেলার জাহিদুল ইসলাম জানান, এ প্রযুক্তির খবর পেয়ে নাটোরের নলডাঙ্গা থানার পশ্চিম মাধনগর কাজীপাড়া এলাকায় নিজস্ব ৩ বিঘা আমবাগানে ৩ হাজার ৮শ’ টি ফ্রুট ব্যাগ ব্যবহার করেছি। কীটনাশক ব্যবহারের চেয়ে ফ্রুট ব্যাগ ব্যবহারে খরচ কম।

 

 ড. শরফউদ্দিন জানান, গত বছর  আম ব্যবসায়ী ও চাষিরা  পর্যাপ্ত পরিমাণ ফ্রুট ব্যাগ সংগ্রহ করতে না পারলেও এবছর পর্যাপ্ত সরবরাহ থাকায় ব্যাগ ক্রয় করতে কোন অসুবিধা হবে না। তিনি আশা প্রকাশ করে বলেন, এ প্রযুক্তি ব্যবহারের ফলে কমপক্ষে    ৮-১০ টন রঙিন, ভালো মানসম্পন্ন শতভাগ রোগ ও পোকা-মাকড়মুক্ত আম উত্পাদিত হবে।
http://www.ittefaq.com.bd/print-edition/others/2015/05/20/49846.html

 

Read 4355 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.