Print this page
Sunday, 04 February 2018 22:22

চাঁপাইনবাবগঞ্জে আমের ফলন বাড়াতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার

Written by 
Rate this item
(0 votes)

অগ্রিম ও অধিক পরিমাণে আম উৎপাদনের জন্য চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে ব্যবহার হচ্ছে রাসায়নিক দ্রব্য কালটার। এ কারণে আম বাগানগুলো ধ্বংস হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন বাগান মালিকরা।

বাংলাদেশে কালটার ব্যবহারের অনুমোদন না থাকলেও চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলোতে দেদারসে ব্যবহার হচ্ছে এই রাসায়নিক দ্রব্য। ফলে গাছে কয়েকবছর ভাল ফল দিলেও ধীরে ধীরে গাছ মারা যাচ্ছে। এটা আমচাষের জন্য অশনী সংকেত।

চেষ্টা করেও কালটার ব্যবহারে চাষীদের নিরুৎসাহিত করতে পারছে না কৃষি বিভাগ ।

গবেষকরা বলছেন, গাছে মাত্রাতিরিক্ত কালটার ব্যবহারের ফলে হুমকির মুখে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের আম। অবশ্য দেশে কালটারের অনুমোদন দেয়ার পক্ষেও মত দিয়েছেন কোনো কোনো গবেষক।

চাষী ও গবেষকদের তথ্য অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জে ২৬ হাজার ১৫০ হেক্টর জমিতে ২০ লাখেরও বেশি আম গাছ আছে। এর অর্ধেকের বেশি গাছের ব্যবহার করা হয়েছে নিষিদ্ধ কালটার।

Read 3045 times
Super Admin

Latest from Super Admin