এফটি আইপি বাউ আম-৫(শ্রাবণী-২)
- Published Date
- Written by Super Admin
- Hits: 4535
এটি নিয়মিত ফলধারনকারী ও নাবী জাতের আম। এই জাতটির পুষ্পমঞ্জুরীর দৈর্ঘ্য ২৬.৯৬ সে.মি., প্রস্থ ১৪.০৩ সে.মি. এবং রং হালকা সবুজ গ. ফল গড়ে লম্বায় ৮-১২ সে.মি. এবং পাশে ৬.৯২ সে.মি. পুরুত্ব ৬.২৭ সে.মি. এবং ফলের গড় ওজন ৩৩২.১০ গ্রাম ।
এটি নিয়মিত ফলধারনকারী ও নাবী জাতের আম। এই জাতটির পুষ্পমঞ্জুরীর দৈর্ঘ্য ২৬.৯৬ সে.মি., প্রস্থ ১৪.০৩ সে.মি. এবং রং হালকা সবুজ গ. ফল গড়ে লম্বায় ৮-১২ সে.মি. এবং পাশে ৬.৯২ সে.মি. পুরুত্ব ৬.২৭ সে.মি. এবং ফলের গড় ওজন ৩৩২.১০ গ্রাম ।
পাকা ফলের ত্বকের রং হালকা সবুজ থেকে কিঞ্চিৎ হলুদা। রসালো শাঁসের রং কমলাভ, সুস্বাদু এবং মিষ্টি,শাঁসে কোন আঁশ নেই। ফল সহজেই ঝরে পড়ে না। খোসা সামান্য মোটা ও আঁটি পাতলা,আঁটি গড়ে লম্বায় ৭.২৩ সে.মি., পাশে ৪.০৫ সে.মি., পুরুত্ব ২.০৩ সে.মি., এবং গড় ওজন ৪২.৪১ গ্রাম, এ জাতটির ফলের আঁটির অংশ ১৮.২৭%; খোসার অংশ ১৬.৬৫% এবং খাওয়ার উপযোগী অংশ ৬৫.০৭%।
Comments
- No comments found
আমের বাজার দর
ফজলি
হিমসাগর
গোপাল ভোগ
ল্যাংড়া
ক্ষিরসাপাত (জি আই পণ্য)
হাড়িভাংগা
বোগলা গুঠি
লখনা
আম্রপলি
আশ্বিনা
ফজলি কমেন্ট

Leave your comments