x 
Empty Product

জামাই পছন্দ

User Rating:  / 2
PoorBest 

নাবি জাতের এই আমটি জুলাই মাসের প্রথমে পাকা শুরু হয়। গোলাকার দেখতে, ওজন ২৫০ থেকে ৩০০ গ্রামের মধ্যে। কাঁচা অবস্থায় সবুজ, পাকলেও সবুজ থেকে যায়।

নাবি জাতের এই আমটি জুলাই মাসের প্রথমে পাকা শুরু হয়। গোলাকার দেখতে, ওজন ২৫০ থেকে ৩০০ গ্রামের মধ্যে। কাঁচা অবস্থায় সবুজ, পাকলেও সবুজ থেকে যায়।

খোসা মাঝারি, শাঁস কমলা এবং মোলায়েম। আঁটিতে খুব সামান্য আঁশ রয়েছে। ফলটি অত্যন্ত মিষ্টি, রসাল এবং সুগন্ধযুক্ত। সংরক্ষন গুণ বেশ ভাল দুধের সাথে খাওয়া যায়। মানের দিক থেকে বেশ উন্নত এই আমটি চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী জেলায় জন্মে। বাজারে চাহিদা থাকলেও উৎপাদন অতি অল্প। বাজারে বেশি পরিমাণে আসেনা।

 

 

 

 

 

 

 

 

আরও কিছু ছবিঃ

Leave your comments

0
terms and condition.
  • No comments found