সিদ্দিক পছন্দ
- Published Date
- Written by Super Admin
- Hits: 3608
নাবি জাতের এই আমটি জুলাই মাসের প্রথম সপ্তাহে পোক্ত হয়। জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত থাকে। মাঝারি আকারের এই আমটির ওজন ৩০০ থেকে ৩৭৫ গ্রাম। ত্বক মসৃণ।
নাবি জাতের এই আমটি জুলাই মাসের প্রথম সপ্তাহে পোক্ত হয়। জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত থাকে। মাঝারি আকারের এই আমটির ওজন ৩০০ থেকে ৩৭৫ গ্রাম। ত্বক মসৃণ।
পোক্ত অবস্থায় কচি কলাপাতার রং। পাকলে গাঢ় হলুদ। অত্যন্ত আকর্ষনীয় দেখতে। আকার লম্বাটে। নিচের অংশ আংশিক বাঁকানো। খোসা পাতলা, শাঁস মোলায়েম ও হলুদ বর্ণের। অত্যন্ত রসাল, সুমিষ্ট এবং সুগন্ধযুক্ত আমটির আঁটিতে সামান্য আঁশ রয়েছে। রাজশাহী মহানগরীর শিরোইল মহল্লার মরহুম আব্দুল কুদ্দুস সিদ্দিকী তার বাগানের এই উৎকৃষ্টমানের আমটি নির্দিষ্ট করে পরবর্তীতে সংরক্ষন করেছেন। এই মাতৃগাছ থেকে কলমের মাধ্যমে চারা প্রস্তুত শুরু হয়েছে। মরহুম আব্দুল কুদ্দুস সিদ্দিকীর মাধ্যমে জানা গেছে, ২০০০ সালে একটি সুরমা ফজলী আমের আঁটি থেকে সিদ্দিক পছন্দ আমটির জন্ম।
Comments
- No comments found
আমের বাজার দর
ফজলি
হিমসাগর
গোপাল ভোগ
ল্যাংড়া
ক্ষিরসাপাত (জি আই পণ্য)
হাড়িভাংগা
বোগলা গুঠি
লখনা
আম্রপলি
আশ্বিনা
ফজলি কমেন্ট

Leave your comments