বারি-৩
- Published Date
- Written by Super Admin
- Hits: 4206
এটি ভারতীয় সংকর জাতের আম। ভারত থেকে জাতটি আমদানি করে দীর্ঘদিন পরীক্ষা-নিরীক্ষার পর বাংলাদেশের আবহায়ার চাষবাদের উপযোগী বলে বিবেচিত হয়।
এটি ভারতীয় সংকর জাতের আম। ভারত থেকে জাতটি আমদানি করে দীর্ঘদিন পরীক্ষা-নিরীক্ষার পর বাংলাদেশের আবহায়ার চাষবাদের উপযোগী বলে বিবেচিত হয়।
১৯৯৬ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বরি) আমটি মুক্তায়িত করে বারি আম-৩ নামকরণ করেছেন। বর্তমানে বাংলাদেমের অন্যতম বার্ণিজ্য সফল আম বারি-৩। দেশের সকল জেলাতেই এই জাতটির চাষ হতে পারে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। আমটি আম্রপালি নামে সুপরিচিত। বাণিজ্যিকভাবে সবচেয়ে সফল এবং বাংলাদেশে বর্তমানে অন্যতম জনপ্রিয় আমটির অপর নাম হচ্ছে আম্রপালি।
.
Comments
- No comments found
আমের বাজার দর
ফজলি
হিমসাগর
গোপাল ভোগ
ল্যাংড়া
ক্ষিরসাপাত (জি আই পণ্য)
হাড়িভাংগা
বোগলা গুঠি
লখনা
আম্রপলি
আশ্বিনা
ফজলি কমেন্ট

Leave your comments