২০১৯ সালে ফেসবুক মার্কেটিং এর জন্য ৯ টি প্রয়োজনীয় পরিসংখ্যান
- Published Date
- Written by Super Admin
- Hits: 1277
১- ৩৯ % ফেসবুক ইউজার বলেন তারা ফেসবুক বিজনেস পেজ ফলো করে থাকেন শুধুমাত্র স্পেশাল অফারের জন্য ।
২- একটি ফেসবুক বিজনেস পেজের অরগানিক রিচ হয়ে থাকে সেই পেজের লাইক সংখ্যার ৬.৪% ।
৩- ৪৭% ইউজার ফেসবুকে লগইন করে থাকে মোবাইল থেকে ।
৪- একটি স্টাডি বলে সব থেকে কার্যকারী ফেসবুক এডের টাইটেল ৪ শব্দের ।
৫- যে ভিডিও এর শব্দ অটো প্লে ৮০% গ্রাহক সে ভিডিও থেকে দূরে থাকে ।
৬- যে ভিডিও তে ক্লোজড ক্যাপশন থাকে সেটির দেখার সময় ১২% পর্যন্ত বেশী হয়ে থাকে ।
৭- দর্শকের মনোযোগ আকর্ষণ করতে আপনার ভিডিও এড সময় পায় মাত্র ৩ সেকেন্ড ।
৮- ফেসবুকে বড় পোস্ট থেকে ছোট পোস্ট ২৩ % বেশী রেসপন্স পেয়ে থাকে ।
৯ - যে কোন ধরনের পোস্ট থেকে ভিডিও পোস্ট সব থেকে বেশী শেয়ার করা হয়ে থাকে ।
credit:Shamsul Alom Raaj
Comments
- No comments found
Leave your comments