খুব শীঘ্রই ৬৪ জেলায় হবে ই-কমার্স ওয়্যার হাউস
- Published Date
- Written by Super Admin
- Hits: 2098
খুব শীঘ্রই ৬৪ জেলায় হবে ই-কমার্স ওয়্যার হাউস। আজ ১৪ টি মেইল প্রসেসিং ও লজিস্টিক সেন্টার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার আমাকে একথা বলেন।
ই-কমার্স প্রতিষ্ঠানসমূহ এর সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবে। ফলে দেশব্যাপী পণ্যের সরবরাহ গুণগত মান অনেক বেড়ে যাবে এবং খরচ অনেক কমে যাবে। নিঃসন্দেহে এই উদ্যোগ ই-কমার্স খাতে একটি বিপ্লব ঘটাবে। যুগ উপযোগী এই পদক্ষেপের নেওয়ার জন্য ই-ক্যাবের পক্ষ থেকে মাননীয়় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বারকে আন্তরিক অভিনন্দন।
Comments
- No comments found
Leave your comments