একটি প্রতারণার এবং অন্যদের প্রতি সাবধানতা
- Published Date
- Written by Super Admin
- Hits: 1945
গত ০২ এপ্রিল ২০১৯ ইং আমার বোন ফেসবুক থেকে Buyanything24 নামক একটি পেজে ২টি মোম বাটিক এর শাড়ি পছন্দ করে যার প্রডাক্ট কোড ৯ ও ২৭ এবং মেসেজে কথা বলে অর্ডার করে। যার প্রাইস হল জোড়া ১২৭০ টাকা। অর্ডার করার সময় ১২২০ টাকা করা হয়।
০৪ এপ্রিল ২০১৯ ইং তারিখে যখন এস এ পরিবহন থেকে ক্যাশ অন ডেলিভারি করে প্যাকেট টি নেয় তখনই খুলে দেখে যে ভিতরে ০২ টি নয়, মাত্র ০১ টি শাড়ি তাও যা অর্ডার করা হয়েছিল তা নয়। একদম নিম্ন মানের যা সাধারণত অনেকে যাকাত এর কাপড় হিসেবে দেয়া হয় তাই। বিষয় টি তাদের সাথে সাথে জানানো হলেও কোন সদুত্তর তারা দেয়নি।
প্রশ্ন হলো এভাবে চলতে থাকলে তো অনলাইন শপিং এ মানুষের আস্থা একেবারে শেষ হয়ে যাবে। এর কি কোন প্রতিকার হবে না ?? টাকার পরিমাণ অল্প হলেও এভাবে ছেড়ে দিলে ওরা ওদের রাজত্ব ছড়িয়ে বসবে। এদের কে আইনের আওতায় এনে সঠিক ও উপযুক্ত শাস্তি দেয়া দরকার। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সুদৃস্টি কামনা করছি।
From: Kafi Nirjon
Comments
- No comments found
Leave your comments