মিছরিদানা
- Published Date
- Written by Super Admin
- Hits: 4532
আকারে বড় এই আমটি মধ্য মৌসুমী জাতের। ৬০০ গ্রাম থেকে ৮০০ গ্রামের মধ্যে ওজন। আকৃতি লম্বা, উধ্বাংশ চওড়া এবং চ্যাপ্টা।
আকারে বড় এই আমটি মধ্য মৌসুমী জাতের। ৬০০ গ্রাম থেকে ৮০০ গ্রামের মধ্যে ওজন। আকৃতি লম্বা, উধ্বাংশ চওড়া এবং চ্যাপ্টা।
নিন্মাংশ শুরু। পাকলে হলুদ রং ধারণ করে। খোসা পাতলা, শাঁস কমলা রংয়ের। আঁটি লম্বা ও চ্যাপ্টা, কোনো আঁশ নেই। ফল সুগন্ধযুক্ত, সুমিষ্ট এবং কটকটে। আমটি নাটোর এলাকায় বেশি জন্মে। এই আমটিও সরকারীভাবে নির্বাচিত হয়নি। অথচ এর সুনাম দেশের বাইরেও রয়েছে।
আরও কিছু ছবিঃ
Comments
- No comments found
Leave your comments